কখনও তিনি ‘অটোগ্রাফ’-এর ‘অরুণ চ্যাটার্জি’, কখনও আবার 'শেষপাতা'র ‘বাল্মিকী’, এই প্রসেনজিৎই আবার বলিউডে গিয়ে ধরা দিয়েছেন ‘জুবিলি’র 'স্টার মেকার' গ্ল্যামারাস 'শ্রীকান্ত রায়' হয়ে। সব চরিত্রেই তিনি চমৎকার, 'জাদু' করেছেন বললে ভুল হয় না। এই পুজোয় বাংলার বক্স অফিসে প্রসেনজিৎ ফিরছেন ২০১১-এর জনপ্রিয় চরিত্র ‘প্রবীর রায় চৌধুরী’ হয়ে। তার আগে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে খোলামেলা আড্ডা দিলেন ‘স্বয়ং ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। যদিও তিনি নিজেকে ইন্ডাস্ট্রির 'জ্যেষ্ঠপুত্র' বলেই ব্যাখ্যা দিলেন।