বাংলা নিউজ > বায়োস্কোপ > Satish Kaushik: থিয়েটার অভিনেতা থেকে জনপ্রিয় কৌতুকশিল্পী, সতীশের চলার পথ মসৃণ ছিল না কখনও
পরবর্তী খবর
Satish Kaushik: থিয়েটার অভিনেতা থেকে জনপ্রিয় কৌতুকশিল্পী, সতীশের চলার পথ মসৃণ ছিল না কখনও
2 মিনিটে পড়ুন Updated: 09 Mar 2023, 09:46 AM ISTRanita Goswami
অভিনেতা কিংবা কৌতুকশিল্পী হিসাবেই নয় পরিচালক এবং প্রযোজক হিসাবেও কাজ করেছেন সতীশ। চলুন স্মৃতির সরণি বেয়ে ফিরে দেখা যাক সতীশ কৌশিকের ফেলে আসা জীবন।
ফিরে দেখা সতীশ কৌশিকের জীবন
বলিপাড়া হোলি সেলিব্রেশনের রেশ এখনও কাটেনি, তারই মধ্যে এসেছে খারাপ খবর। অভিনেতা, কৌতুকশিল্পী সতীশ কৌশিক আর নেই, বৃহস্পতিবার সকালে আকষ্মিক এমন খবরে মন খারাপ শিল্পী ও অভিনয় দুনিয়ার। তবে শুধু অভিনেতা কিংবা কৌতুকশিল্পী হিসাবেই নয় পরিচালক এবং প্রযোজক হিসাবেও কাজ করেছেন সতীশ। চলুন স্মৃতির সরণি বেয়ে ফিরে দেখা যাক সতীশ কৌশিকের ফেলে আসা জীবন।
১৯৫৬ সালের ১৩ এপ্রিল, হরিয়ানার মহেন্দ্রগড়ে জন্ম হয়েছিল সতীশ কৌশিকের। হরিয়ানাতেই প্রাথমিক স্তরের পড়াশোনা শেষ করে সতীশ চলে আসেন দিল্লিতে। ১৯৭২ সালে দিল্লির কিরোরি মাল কলেজ থেকে স্নাতক হন তিনি। এরপর ভর্তি হন ন্যাশনাল স্কুল অফ ড্রামা এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে। ১৯৮০ সালের গোড়ার দিলেন থিয়েটার অভিনেতা হিসাবে কাজ শুরু করেন সতীশ কৌশিক। মিস্টার ইন্ডিয়া ছবিতে ক্যালেন্ডারের চরিত্রে তাঁর এখনও সিনেমাপ্রেমীদের মনে বিশেষভাবে চিহ্নিত হয়ে আছে। এছাড়াও সতীশ অভিনীত বেশকিছু কমেডি চরিত্র সকলের মনে দাগ কেটে গিয়েছে। তারমধ্যে 'দিওয়ানা' ছবিতে পাপ্পু পেজার এবং ব্রিটিশ ছবি 'ব্রিক লেন'-এ চানু আহমেদের চরিত্রটি উল্লেখযোগ্য। ১৯৯০ সালে 'রাম লক্ষণ' এবং ১৯৯৭ সালে ‘সাজন চলে শশুরাল-এর জন্য দু’বার ফিল্ম ফেয়ার পুরস্কার জিতে নিয়েছিলেন সতীশ কৌশিক।
থিয়েটার অভিনেতা হিসেবে, হিন্দি নাটক ‘উইলি লোম্যান’এ উল্লেখযোগ্য ভূমিকয় অভিনয় করেছিলেন সতীশ, এছাড়াও কাজ করেছেন ‘সেলসম্যান রামলাল’ নাটকে, যেটা কিনা আর্থার মিলারের ডেথ অফ আ সেলসম্যানের একটি রূপান্তর। কাজ করেছেন চিত্রনাট্যকার হিসাবেও। কুন্দন শাহের কমেডি ক্লাসিক 'জানে ভি দো ইয়ারোঁ (১৯৮৩) এর জন্য সংলাপ লিখেছিলেন সতীশ কৌশিক।