
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
একটা হিল স্টেশনের দৃশ্য। শুরুতেই একটা টয় ট্রেনকে রিভারডেল স্টেশনে ঢুকে পড়তে দেখা গেল। রাস্তায় দেখা গেল কয়েকটি ঘোড়া এবং বেশকিছু পুরনো মডেলের গাড়ি। ১৯৬৪ সালের প্রেক্ষাপট। আর এর পরই মিউজিক্যাল প্রেক্ষাপটে দেখা দিলেন রিভারডেলের একদল বন্ধু। তাঁদের জীবনের উপর ভিত্তি করেই সামনে এল লাইভ-অ্যাকশনে ভরপুর 'দ্যা আর্চিস'-এর ফার্স্ট লুক টিজার।
যেখানে দেখা গেল, রিভারডেল শহরে রয়েছে আইকনিক পপ টেটস, একটি সোডার দোকান, যেখানে আর্চি ও তাঁর বন্ধুরা সময় কাটায়। আর্চিস গ্যাং গান করে, পার্টি করে এমনকি ক্লাসরুমেও নাচ করতে দেখা যায় তাঁদের। তাঁরা একসঙ্গে সময় কাটায় এবং হাসি-মজার মধ্যেই কাটাতে দেখা যায় তাঁদের। আর্চিস গ্যাঙের বন্ধুদের মধ্যে দেখা গেল সুহানা খান, অগস্ত্য নন্দা, খুশি কাপুর সহ অন্যান্যদের। তাঁরা কখনও একে অপরের প্রেমে পড়েছেন কখনও বা আবার সেই প্রেমে আঘাত পাচ্ছেন।
নেটফ্লিক্স ইন্ডিয়ার তরফে ইনস্টাগ্রামে টিজারটি শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘আপনি ওঁদের কমিকস বই এবং রিভারডেলে দেখছেন — কিন্তু এইবার দেশেই দেখতে পাবেন ওদের। ৬০ এর দশকের প্রেক্ষাপটে তৈরি, আর্চিস-এ এমন একটি বিশ্ব তৈরি করা হয়েছে যা পরিচিত কিন্তু আবার। তারই প্রথম ঝলক রইল।’
'দ্য আর্চিস'-এর টিজারে সুহানা খান, খুশি কাপুর, অগস্ত্য নন্দা ছাড়াও রয়েছেন হির আহুজা, ডট, যুবরাজ মেন্ডা এবং বেদাং রায়না। টিজার দেখে দর্শকমহলের একজন লিখেছেন, 'এখানে ৯০ এর দশকের থ্রোব্যাক প্রয়োজন ছিল।' কারোর মন্তব্য, ‘নেটফ্লিক্সের উচিত পুরোটা প্রকাশ করা।’, কারোর কথায়, ‘সুহানাকে এখানে আক্ষরিক অর্থেই ৯০-দশকের ফ্যাশন দেখা যাচ্ছে এবং ও সেটা যথাযতভাবেই তুলে ধরছে।’ কেউ লিখেছেন, 'আমি আর্চিস কমিক্স পড়তাম এবার এটা আমার জন্য স্মৃতি ফিরিয়ে আনতে চলেছে।
প্রসঙ্গত ব্রাজিলে আয়োজিত নেটফ্লিক্সের টুডাম ইভেন্টে দ্য আর্চিসের টিজার লঞ্চ করা হয়। জোয়া আখতার পরিচালিত এই ছবি মুক্তি পাবে নেটফ্লিক্সে। যেটি কিনা আরও একবার রিভারডেলের সেই কিশোরদের ভারতের নতুন প্রজন্মের সঙ্গে পরিচয় করিয়ে দেবে।
৳7,777 IPL 2025 Sports Bonus