এপ্রিল মাসে গোপনেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন তাপসী পান্নু। তাঁর বিয়ের কিছু ভিডিয়ো ও ফটোও স্যোশাল মিডিয়ায় প্রকাশ্যে আসে। ১১ বছর ডেট করার পর চলতি বছরের ২৩ মার্চ ব্যাডমিন্টন খেলোয়াড় ম্যাথিয়াস বোয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী। তবে তাঁদের বিয়ের যে ভিডিয়ো বা ছবি প্রকাশ্যে এসেছে তা নিয়ে অবশ্য তাঁরা এতদিন কোনও মন্তব্য করেননি। এমন কী অনুষ্ঠানিক ভাবে বিয়ের ঘোষণাও করেননি তাঁরা।
তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খোলেন অভিনেত্রী। নায়িকার মতে তাঁরা লুকিয়ে বিয়ে করেননি, বরং এটা খুব অন্তরঙ্গ ও ব্যক্তিগত অনুষ্ঠান ছিল। পাশাপাশি নায়িকা তাঁর ব্রাইডাল লুক সম্পর্কে বলেন। বিয়ের গোপনীয়তা প্রসঙ্গে তাপসী আইএএনএসকে বলেন, 'এটা কোনও গোপন বিয়ে ছিল না, এটি একটা অতন্ত্য ব্যক্তিগত অনুষ্ঠান ছিল। সেখানে কেবল কাছের মানুষ ও কাছের বন্ধুরাই আমন্ত্রিত ছিলেন। কিন্তু এরকম বলা হবে জানলে আমি নিজেই সকলের সঙ্গে আমার বিয়ে ছবি ও ভিডিয়ো শেয়ার করে নিতাম।' বিয়েতে তাপসী একটি লাল রঙের শর্ট আনারকলি স্যুট পরেছিলেন। এই তারকা দম্পতি উদয়পুরে তাঁদের ডেনিশন ওয়েডিং সেরেছিলেন।
আরও পড়ুন: 'সরে যান বলছি…' অনুরাগীরদের সেলফি তোলার আবদারে রেগে লাল তাপসী! ভাইরাল হল ভিডিয়ো…
কাজের সূত্রে, তাপসীকে শেষবার শাহরুখ খানের বিপরীতে 'ডাঙ্কি' ছবিতে দেখা গিয়েছিল। ছবিটি গত বছর মুক্তিপ্রাপ্ত পায়। তবে নায়িকার অনেক নতুন নতুন ছবি আসতে চলেছে। বর্তমানে তাপসী পান্নু 'ফির আয়ি হাসিন দিলরুবা' ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবিটি ২০২১ সালে মুক্তি পাওয়া 'হাসিন দিলরুবা'- এর সিক্যুয়াল। এই ছবিতে তাপসীর বিপরীতে 'টুয়েথ ফেল' খ্যাত বিক্রান্ত মাসেকে দেখা যাবে। এখানে তাপসীকে রানী সাক্সেনার ভূমিকায় অভিনয় করবেন।
আরও পড়ুন: 'রাজনীতি, অভিনয়ের তুলনায় বেশ কঠিন…' চড়-কাণ্ডের পর সুর বদলে গেল নাকি ‘ঝাঁসির রানি’ কঙ্গনার!
অন্যদিকে, ১৫ অগাস্ট মুক্তি পাবে তাপসীর আরও এক সিনেমা 'খেল খেল মে'। বৃহস্পতিবার একক ফ্রেমে ছবির সব কলাকুশলীদের নিয়ে একটা পোস্ট করেছেন নির্মাতারা। পোস্টটিতে দেখা গিয়েছে অক্ষয় কুমার, তাপসী পান্নু এবং বাণী কাপুর বাগানে মধ্যে একটা সোফায় বসে আছেন। অন্যান্য অভিনেতারা হাসি মুখে তাঁদের ঘিরে দাঁড়িয়ে বা বসে রয়েছেন। নির্মাতারা সেটা ট্যুইটার হ্যান্ডেলে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, 'চলুন এই স্বাধীনতা দিবসে আমরা পা রাখি একটা পাগলামিতে ভরা দুনিয়ায়, যেখানে হাসি, নাটক এবং প্রচুর মজার রসদ মিলবে। ১৫ আগস্ট, ২০২৪-এর এই দিনটা আপনার ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন, কারণ এইদিনই প্রেক্ষাগৃহে আসতে চলেছে খেল খেল মে।'