সুস্মিতার সঙ্গে ডেট করছেন বিয়েও করবেন। গত বছর ললিত মোদীর এমন দাবির পরই দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। যদি পড়ে নাম না করে সেই খবর নসাৎ করে দেন খোদ সুস্মিতাই। 'ললিত কথা' অস্বীকার করে প্রাক্তন রোমান শলের হাত ধরেই ঘুরতে দেখা গিয়েছিল বিশ্বসুন্দরীকে। আর তাই সকলে ধরেই নিয়েছিলেন, সুস্মিতার জীবনে পুরনো প্রেমই আবার ফিরেছে। তবে এখন আবার অন্য কথাই বলছেন বাঙালি এই সুন্দরী।
ঠিক কী বলেছেন সুস্মিতা?
সুস্মিতা সেনের দাবি, গত ২ বছর ধরে তিনি 'সিঙ্গল' (একা)। সম্প্রতি রিয়া চক্রবর্তীর শো চ্যাপ্টার ২-এর প্রথম পর্বে হাজির হয়ে নিজেরর ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন সুস্মিতা। রিয়ার সঙ্গে কথাবার্তায় প্রেম জীবন নিয়ে সুস্মিতা বলেন, 'আমার জীবনে কোনো পুরুষ নেই। বহুদিন ধরেই আমি সিঙ্গল। তা প্রায় দু'বছর হয়ে গেল আমি সিঙ্গল, ২০২১ সাল থেকে... আমি কোনও সম্পর্কে নেই। আমার জীবনে কিছু অবিশ্বাস্যরকম চমৎকার মানুষ আছেন যাঁরা আমার বন্ধু। তাঁরা সকলেই এক মুহূর্তের জন্য অপেক্ষা করছেন কখন আমি ওদের ফোন করে বলব, দেখো, আমি গাড়ি বের করছি, পেছনের সিটে বসো। আমরা গাড়ি চালিয়ে গোয়ায় যাব।'
আরও পড়ুন-'লোকে আমায় এখনো মেয়েবাজ, চিটিংবাজ বলে', অকপট রণবীর, মেয়ের বাবা হয়েও স্বভাব কি বদলাননি?
উপস্থাপক রিয়া সুস্মিতাকে প্রশ্ন করেন, কারোর প্রতি কি কোনও ভালোলাগা আছে? উত্তরে সুস্মিতা বলেন, ‘এই মুহূর্তে আমি কারও প্রতি আগ্রহী নই। বিরতি নেওয়ার মূল কারণ আমি প্রায় পাঁচ বছর ধরে সম্পর্কে ছিলাম। আর সেটা ছিল অনেকটা লম্বা সময়।’