হৃদপিণ্ড জনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভরতি হয়েছেন সুশান্ত সিং রাজপুতের বাবা কেকে সিং। ফরিদাবাদের এক হাসপাতালে ভরতি হয়েছেন তিনি। কয়েকটি রিপোর্টে এমনই দাবি করা হয়েছে।প্রয়াত অভিনেতার বাবার একটি ছবি ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, প্রয়াত অভিনেতার বাবা কেকে সিং হাসপাতালের বেডে শুয়ে আছেন। দু'পাশে দাঁড়িয়ে আছেন সুশান্তের দুই দিদি। ছবিতে সুশান্তের বাবার একপাশে দেখা হিয়েছে মেয়ে প্রিয়াঙ্কাকে এবং অপর পাশে দাঁড়িয়ে মিতু সিং। কেকে সিংয়ের গলায় ঝুলছে সার্জিকাল মাস্ক। তিনজনকেই ছবিতে বেশ হাসিমুখে দেখা যাচ্ছে। সেই ছবির সত্যতা যাচাই করেনি ‘হিন্দুস্তান টাইমস বাংলা’। ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েন সুশান্ত অনুরাগীরা। সকলেই অভিনেতার বাবার দ্রুত আরোগ্য কামনা করেছেন। কেউ কেউ আবার সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। উল্লেখ্য, সুশান্তের প্রয়াণের পর অভিনেতা বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া-সহ একাধিক অভিযোগে পাটনায় এফআইআর দায়ের করেন কেকে সিং। রিয়ার বিরুদ্ধে চক্রান্ত, সুশান্তের থেকে টাকা নেওয়ার মতো অভিযোগ আনেন তিনি। ভারতীয় দণ্ডবিধির ২৪১/২০ ধারায় রিয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। সেই এফআইআর নিয়ে মুম্বই এবং বিহার পুলিশের মধ্যে চূড়ান্ত টানাপোড়েন হয়। যা সুপ্রিম কোর্টে গড়ায়। আপাতত সুশান্ত মৃত্যুর তদন্তভার সিবিআইয়ের হাতে আছে। অনেকের দাবি, সেই মামলার জেরে যে মানসিক চাপ তৈরি হয়েছে, সেজন্য সম্ভবত হৃদরোগে আক্রান্ত হয়েছেন কেকে সিং। তাই দ্রুত তদন্ত শেষের দাবি জানানো হয়েছে।