
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
‘ব্যাড নিউজ’-এর প্রচারে সোনি টিভির সুপারস্টার সিঙ্গার-এর মঞ্চে হাজির ভিকি কৌশল। প্রিয় অভিনেতাকে কাছে পেয়ে শুধু খুদেরাই নয়, উচ্ছ্বসিত মেন্টররাও। মেন্টর সায়ালি কাম্বলে তো ভিকির অন্ধ ভক্ত, মনের মানুষকে সামনে পেয়ে প্রেমের বর্হিঃপ্রকাশ করতেও পিছপা হননি।
তবে চলতি সপ্তাহে সুপারস্টার সিঙ্গারের মঞ্চে আর্বিভাবের গায়েব থাকার পাশাপাশি অন্যতম চর্চার কারণ ভিকি-শুভর যুগলবন্দি। শিলিগুড়ির ছেলের গান শুনলে অনেকেই মিল খুঁজে পান অরিজিতের সঙ্গে, এই শো-তে অরিজিতের গান গেয়েই লাইমলাইটে উঠে এসেছেন শুভ। ১৪ বছরের এই কিশোরের কন্ঠ এখনই প্লে-ব্যাক সিঙ্গিং-এর জন্য তৈরি, সে কথা বহুবার বলতে শোনা গিয়েছে সুপার জাজ নেহা কক্করকে।
এবার সুপারস্টার সিঙ্গারের মঞ্চেই লাইভ গাইলেন শুভ, আর তাঁর গলার সঙ্গে ঠোঁট মেলালেন এই প্রজন্মের হার্টথ্রব নায়ক ভিকি কৌশল। ভিকি-সারা অভিনীত ছবির হিট গান ‘তু হ্যায় তো মুছে ফির অউর ক্যায়া চাহিয়ে’ গাইলেন শুভ। সেই গানেই ঠোঁট নাড়লেন ভিকি, শুনে বোঝা দায় কোনও কিশোরের গলা এটি! গানের ফাঁকে নেহার সঙ্গে রোম্যান্সেও মজলেন ক্যাটরিনার বর। সবচেয়ে মজার ব্যাপার হল, ভিকি নিজে যেচে আবদার করেন। বলেন, ‘আমি মঞ্চে গিয়ে লিপ সিঙ্ক করছি, তুমি গানটা গাও…’।
সোশ্যাল মিডিয়া পোস্টে শুভর জন্য শুভেচ্ছা বার্তা উপচে পড়ছে। একজন লেখেন, ‘অরিজিন্যালের থেকেও সুন্দর’। অপর এক নেটিজেন লেখেন, ‘আক্ষরিক অর্থেই তুমি অরিজিতের উত্তরসূরী। খুব ভালো, এইভাবেই এগিয়ে যাও’।
এই রিয়ালিটি শো-এর অডিশন রাউন্ডে গিটার হাতে ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’র ‘ভে কমলেয়া’ গেয়েই চর্চায় উঠে এসেছিলেন শুভ। তবে শুধু অরিজিতেই আটকে নেই তিনি। এই শো-তে নিজের ভার্সেটাইলিটি প্রমাণ করেছেন। চলতি সপ্তাহেও কুমার শানুর সামনেই তাঁর গাওয়া নব্বইয়ের হিট গান ‘সম্ভবালা হ্যায় মেয়নে বহত আপনে দিল কো…’ গেয়ে তাক লাগালেন শুভ।
বাংলার মাটিতেই মিশে আছে তাঁদের সুর। ঘরের ছেলের প্রশংসায় পঞ্চমুখ শানুদা। বললেন, ‘তুমি এক্সট্রাঅর্ডিনারি গেয়েছো। অসাধারণ…’। শুভর সঙ্গে গলাও মেলান মেলোডি কিং। সুপার সিঙ্গারে ক্যাপ্টেনের আসনে রয়েছেন অরুণিতা কাঞ্জিলাল, পবনদীপ রাজন, মহম্মদ দানিশ, সলমন আলি এবং সায়ালি কাম্বলে। শো সঞ্চালনায় হর্ষ লিম্বোচিয়া।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports