রাজ-পুত্র ইউভানকে এ কী সাজিয়ে দিল মা শুভশ্রী। নিজের মুখ আয়নায় দেখতেই যে ভয় পাচ্ছে সে। আপাতত প্রেগন্যান্সির থার্ড ট্রায়মেস্টারে আছেন। ডিসেম্বরেই কোল আলো করে আসবে রাজশ্রী জুটির দ্বিতীয় সন্তান।
ইউভানকে এ কী সাজালেন শুভশ্রী।
টলিউডের রাজ-পুত্র বলা হয় ইউভান চক্রবর্তীকে। হবে না ই কেন, রাজের ছেলে বলে কথা! মা-বাবার নয়নের মণি সে। বাড়িতে থাকলে শুভশ্রীর গোটা সময়টাও কাটে ছেলের সঙ্গে। আর পাঁচজন মায়ের মতো ইউভানকে স্নান করানো থেকে খাওয়ানো সবটা নিজের হাতে করতে পছন্দ করেন। পড়াশোনাও করে খুদে মায়ের সঙ্গে। চলে খেলা আর দুষ্টুমিও।
বৃহস্পতিবার দুপুরে একটা মিষ্টি ভিডিয়ো শেয়ার করলেন শুভশ্রী। ছেলেকে মেকআপ করিয়ে দিচ্ছেন যত্ন নিয়ে। চুল মুখের থেকে সরিয়ে দেওয়া হয়েছে ক্লিপ দিয়ে। জানা গেল, ছেলেকে ভ্যাম্পায়ার সাজাচ্ছেন। প্রথমে গাঢ়ো করে এঁকে দেন ভ্রু। আইশ্যাডো দিয়ে চোখ এঁকে দেন, গালে হালকা ব্লাশার, ঠোঁটের দু পাশ থেকে রং-ও দেন। আরও পড়ুন: ক্যানসার রোগীদের পাশে ঐশ্বর্য! মাকে নিয়ে ভাষণ আরাধ্যার, হাততালিতে ফেটে পড়ল হল
বুঝতে কি পারলেন কি সাজানো হল ইউভানক? কালীপুজো আসছে, সদ্য চলে গেছে হ্যালোইন। মেকআপ পছন্দ হলেও, নিজেকে আয়নায় দেখতে রাজি নয় ইউভান। সাফ কথা, ‘ভয় পাব’! ছেলের কথা শুনে হেসে ফেলেন শুভশ্রী। বলেন, ‘তুমি আমার মিষ্টি ভ্যাম্পায়ার’। এরপর একটা কালো টি শার্ট পরে ভয়ও দেখায় ক্যামেরার সামনে।