বাংলা নিউজ > বায়োস্কোপ > Srijit Mukherji: 'দ্বিতীয় পুরুষ!' ফেসবুকে সৃজিতের নামে ভুয়ো অ্যাকাউন্ট, সাবধান করে কী লিখলেন পরিচালক?
পরবর্তী খবর
Srijit Mukherji: 'দ্বিতীয় পুরুষ!' ফেসবুকে সৃজিতের নামে ভুয়ো অ্যাকাউন্ট, সাবধান করে কী লিখলেন পরিচালক?
1 মিনিটে পড়ুন Updated: 15 Aug 2023, 08:22 AM ISTSubhasmita Kanji
Srijit Mukherji: সৃজিত ভার্সেস সৃজিত! আচমকাই ফেসবুকে নিজের ভুয়ো প্রোফাইল খুঁজে পেলেন সৃজিত মুখোপাধ্যায়। ভক্তদের সাবধান করে কী লিখলেন পরিচালক?
ফেসবুকে সৃজিতের নামে ভুয়ো অ্যাকাউন্ট
সপ্তাহের শুরুতেই ভক্তদের উদ্দেশ্যে সাবধান বাণী এল সৃজিতের থেকে। ফেসবুকে তাঁর নাম করে চলছে জালিয়াতি। আর এবার সেটাই ধরে ফেললেন এই চিত্র পরিচালক। ব্যাপারটা ঠিক কী ঘটেছে?
আকছার সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে সাধারণ মানুষ থেকে সেলেব, সবারই ভুয়ো অ্যাকাউন্ট দেখা যায়। নানা সময় একাধিক সেলেবকে এই বিষয়ে সরব হতে দেখা গিয়েছে। এবার সেই একই জিনিস নিয়ে মুখ খুললেন বাইশে শ্রাবণ এর পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।
ফেসবুকে যাঁরা কম বেশি অ্যাক্টিভ থাকেন এবং সৃজিত মুখোপাধ্যায়কে ফলো করেন বা তাঁর প্রোফাইলে আছেন, কিংবা তাঁর বিষয়ে মাঝে মধ্যেই সার্চ করে থাকেন তাঁরা বিগত কয়েক দিন ধরে হয়তো তাঁর নামে আরও একটি প্রোফাইল দেখে থাকবেন। অনেকেই ভেবেছেন সেটা তাঁর আরও একটি আসল প্রোফাইল। কিন্তু না, ব্যাপারটা মোটেই তেমন না। ওটা আসলে একটি ভুয়ো প্রোফাইল।
এদিন সেই প্রোফাইলের একটি স্ক্রিনশট তুলে পোস্ট করেন খোদ পরিচালক। ভক্তদের সতর্ক করে দিয়ে লেখেন, 'এটা কিন্তু আমি নই।' সেই প্রোফাইলে এদিকে সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে ভরপুর। এবার বায়োতে লেখা, 'চিত্র পরিচালক। ভক্ত এবং উঠতি ট্যালেন্টদের জন্য নতুন প্রোফাইল।'