
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
দাদাগিরি ১০ এ সৌরভ গঙ্গোপাধ্যায়কে মাঝে মধ্যেই তাঁর পরিবারকে নিয়ে নানা গল্প ভাগ করে নিতে দেখা যায়। তিনি বাদ দেন না তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে নিয়ে মজা করতেও। কখনও বলেন তাঁর স্ত্রী তাঁর প্রবল যত্ন নেন, স্কিন কেয়ার করান। কখনও বলেন তিনি ডোনাকে ভয় পান, কখনও আবার উল্টোটা। এদিন ঠিক তেমন ভাবেই কথা প্রসঙ্গে স্ত্রীর কথা উঠতেই কী বললেন সৌরভ?
এদিন দাদাগিরি ১০ এ একজন ম্যারেজ রেজিস্ট্রার খেলতে এসেছিলেন। তাঁকে দেখে সৌরভ জিজ্ঞেস করেন যে তাঁর চেম্বার কোথায়? উত্তরে সেই ব্যক্তি জানান সৌরভের বাড়ির কাছেই, অর্থাৎ বেহালায়। সেটা শুনেই একপ্রকার আঁতকে ওঠেন তিনি। বলেন, 'হাওড়া থেকে রোজ এতদূর চেম্বার করতে আসেন?' উত্তরে তিনি বলেন, 'না। আমার গ্রামের বাড়ি হাওড়ায়। থাকি বেহালা বুড়োশিবতলা। আমি ২০০১-২০০২ সাল থেকে এই কাজ করছি।' শুনে সৌরভ বলেন, 'ওহ তার আগেই আমার বিয়ে হয়ে গিয়েছিল।'
এরপরই সেই ব্যক্তি জানান, 'আমার তো দাদা খুব ইচ্ছে ছিল যে আমি আপনার বিয়ে দেব। কিন্তু আপনি আমায় খুবই নিরাশ করলেন।' তখনই সৌরভ বলেন, 'প্রথমটা তো হল না। পরের বার নিশ্চয় বলব।' সেটা শুনে সবাই হেসে ফেলেন। সেই ব্যক্তিও হেসে হেসে বলেন, 'ম্যাডাম মানবেন না। আমাকে ছাড়বেন না উনি।' এটা শুনেই সৌরভ মজা করে বলেন, 'ম্যাডামকে আমরা সামলে নেব। ম্যাডামকে নিয়ে চিন্তা করবেন না। যেদিকে যেতে বলব, ম্যাডাম সেদিকেই যাবেন।' তারপরই বলেন, 'এটা কেবল মানবেন না সেটাই নয়। সঙ্গে দেবেও (অর্থাৎ মারবেও)।' তাঁর কথায় সকলেই হেসে গড়িয়ে পড়েন।
প্রসঙ্গত দাদাগিরি ১০ শোটি জি বাংলায় প্রতি শনি এবং রবিবার সম্প্রচারিত হয়। সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত এই শো রাত সাড়ে নয়টা থেকে দেখা যায়। তবে এখন দাদাগিরির ভক্তদের অনুমান শীঘ্রই এই শো শেষ হতে চলেছে। কারণ ইতিমধ্যেই জি বাংলার তরফে তাদের আরেক জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামাপার প্রোমো প্রকাশ্যে নিয়ে আসা হয়েছে। জলদি শুরু হয়ে যাবে অডিশন।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports