বাংলা নিউজ > বায়োস্কোপ > Ganguly Family: আসলের চেয়ে সুদ মিষ্টি!পরিবারের খুদে সদস্যের সঙ্গে সৌরভ-ডোনার আদুরে মুহূর্ত, আলাপ করুন বাটারের সাথে
মেয়ে সানা এখন কর্মসূত্রে লন্ডনে থাকে। তাই সৌরভ-ডোনার ভরা পরিবার এখন অনেকটাই খাঁ খাঁ করে। যদিও এখন গঙ্গোপাধ্যায় পরিবারকে মাতিয়ে রাখছে এক খুদে। সৌরভ-ডোনার চারপেয়ে কন্যা মাস কয়েক আগেই জন্ম দিয়েছে নতুন প্রজন্মের। আর সেই সদস্যাকে নিয়েই এখন মেতে রয়েছে গোটা পরিবার। আরও পড়ুন-নতুন জা-এর সঙ্গে ডোনা! স্নেহার প্রাক-বিয়ের অনুষ্ঠানে হাজির সৌরভ-সানা, গাঙ্গুলি বাড়ির হবু জামাইকে চেনেন?