বলিউডের প্লেব্যাক গায়ক সোনু নিগম মুম্বইয়ে ৭ কোটি টাকার একটি বাণিজ্যিক সম্পত্তি বিক্রি করেছেন। মুম্বইয়ের আন্ধেরি ওয়েস্টে অবস্থিত এই সম্পত্তির বিল্ট আপ এরিয়া ২১৩১ বর্গফুট এবং প্রতি বর্গফুটের ভাড়া ৩২,৮৪৮ টাকা। সম্পত্তিটিতে দুটি গাড়ি পার্কিং রয়েছে।
আরও পড়ুন: 'শিল্পীদের টেকেন ফর গ্রান্টেড বলে ধরবেন না, নিয়ম তৈরির কমিটিতে আমরাও যেন থাকি'
২০২৪ সালের ২৮ জুন বিক্রির জন্য দলিল নথিভুক্ত করা হয়েছিল। তাঁর কাছে ই-মেল পাঠানো হয়েছে বাবা আগম কুমার নিগমকে। নথিতে দেখা গিয়েছে, চলতি বছরের গোড়ায় সোনু নিগমের বাবা ১২ কোটি টাকায় মুম্বইয়ে একটি সম্পত্তি কিনেছিলেন।
সোনুর বাবা আগমকুমার নিগম মুম্বইয়ের আন্ধেরি ওয়েস্টে ২০২২.৮৮ বর্গফুটের একটি বিল্ট আপ সম্পত্তি কিনেছেন এবং কেনার জন্য ৭২ লক্ষ টাকার স্ট্যাম্প ডিউটি দিয়েছেন।
গত বছরের এপ্রিলে সোনু নিগম আন্ধেরিতে ৫৫৪৭ বর্গফুট এলাকা জুড়ে ১১.৩৭ কোটি টাকায় দুটি বাণিজ্যিক সম্পত্তি কিনেছিলেন।
আরও পড়ুন: বয়স সবে ২৫, মুম্বই কাঁপাচ্ছেন টলিপাড়ার অদ্রিজা! কোটি কোটি টাকা দিয়ে কিনলেন BMW
করিশ্মা কাপুর, অজয় দেবগন, অমিতাভ বচ্চন সকলেই বেশি ভাড়া পাওয়ার জন্য বাণিজ্যিক সম্পত্তি কিনেছেন। দেখা গিয়েছে, অফিস স্পেসের সম্পত্তির জন্য বিনিয়োগের রিটার্ন প্রায়শই আবাসিক সম্পত্তির চেয়ে বেশি হয়।
গত বছরের নভেম্বরে বান্দ্রা ওয়েস্টের গ্র্যান্ডবেতে ২১৯৯ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত একটি বাণিজ্যিক স্পেস কংসবার্গ মেরিটাইম ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডকে প্রতি মাসে ৫ লক্ষ টাকায় দুই বছরের জন্য ভাড়া দিয়েছিলেন করিশ্মা কাপুর।
আরও পড়ুন: ‘মা বলেছিলেন মেয়ে সিগারেট খায় না, কিন্তু এটা কী!’ কৃতির ধূমপানের ভিডিয়ো ভাইরাল
প্রপস্ট্যাকের হাতে আসা নথিতে দেখা গিয়েছে, গত মে মাসে মুম্বইয়ের আন্ধেরি ওয়েস্টে পাঁচ বছরের জন্য ৯ লক্ষ টাকা মাসিক ভাড়ায় একটি অফিস স্পেস ভাড়া নিয়েছিলেন অজয় দেবগন।