এদিন কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে হাঁটলেন সোনম ছাবড়া। আর সেখানেই তিনি ভারতের হয়ে বার্তা দিলেন যেন। নিজের পোশাকের মাধ্যমে শ্রদ্ধা জানালেন উড়ি, পহেলগাঁও সহ একাধিক হামলায় নিহত ব্যক্তিদের।
আরও পড়ুন: ঋত্বিকের সঙ্গে ‘অভিনয় করতে অস্বস্তি হয়’ কৌশিকের! বললেন, 'ও কী যেন একটা করে...'
কী ঘটেছে?
এই বছর কান চলচ্চিত্র উৎসবে যে যে ভারতীয়রা অংশ নিয়েছেন তাঁদের অন্যতম হলেন সোনম ছাবড়া। তিনি তাঁর পোশাকের মাধ্যমে এদিন এক দারুণ বার্তা দিলেন। এই সোশ্যাল মিডিয়া খ্যাত ইনফ্লুয়েন্সার তথা অভিনেত্রী তাঁর পোশাকের মাধ্যমে শ্রদ্ধা জানালেন ভারতের উপর সন্ত্রাসবাদী হামলায় মৃত্যু হওয়া ব্যক্তিদের।
সোনম ছাবড়া এদিন যে গাউন পরে এসেছিলেন সেটির নিচের অংশ একেবারে দুধ সাদা ছিল। আর তাতেই পিছন দিকে লেখা ছিল ২০০৮ মুম্বই, ২০১৬ উড়ি, ২০১৯ পুলওয়ামা এবং ২০২৫ পহেলগাঁও। আর সবার নিচে লেখা, 'আনব্রোকেন' । এদিন তাঁর কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে হাঁটার ছবিগুলো পোস্ট করে তিনি লেখেন, 'দ্বিতীয় বারের জন্য রেড কার্পেটে ফিরলাম। কান ২০২৫ তুমি আমার কাছে একটা স্বপ্নসম ছিলে। এই পোশাক আমায় আমার সেরা লুক দিয়েছে।।এই হাঁটা আমি সারাজীবন মনে রাখব।' তিনি জানান তাঁর পোশাক এবং গয়না ডিজাইন করেছেন চারু ভাসিন। আর তাঁর স্টাইলিস্ট হিসেবে ছিলেন রশি জৈন l, নয়না মেহরোত্রা, সাহিল সুরি, প্রমুখ।
তাঁর এই পোশাককে অনেকেই ফিনিক্স রাইজিং নাম দিয়েছেন। তাঁর এই গাউনের উপর দিকে সিলভার রঙের দুটো পাখনা দেখা যায়। আর নিচে ছিল সাদা স্কার্ট যেখানে কথাগুলো লেখা ছিল। তিনি এই পোশাকের সঙ্গে সিলভার গয়না পরেছিলেন। মাথায় ছিল একটি রূপালি রঙের কাঁটার মুকুট।
আরও পড়ুন: 'কোন গাঁজা খেয়ে...', চোখ খুলে ঝুলছে বাইরে, আর এদিকে আরিয়ান ডায়লগ বলছে! হেসে খুন নেটপাড়া
আরও পড়ুন: প্রথম আলাপেই শাহরুখকে বলেন 'হাতের শিরা কেটে ফেলব'! ওয়ামিকার কথায় কী প্রতিক্রিয়া ছিল কিং খানের?
বলাই বাহুল্য সোনম তাঁর এই পোশাকের মাধ্যমে গোটা পৃথিবীর কাছে যেন এক বার্তা পৌঁছে দিলেন যে ভারত অটুট আছে, ভেঙে পড়েনি বারংবার সংত্রাসবাদীরা হামলা করার পরেও।
প্রসঙ্গত সোনম ছাবড়া ছাড়াও এবার কান চলচ্চিত্র উৎসবে দেখা গিয়েছে ঐশ্বর্য রাই বচ্চন, শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া, কিয়ারার আডবানি, ইশা আম্বানি, সহ আরও অনেককে।