তুম্বাদ ছবির সিক্যুয়াল আসছে তা তো সকলেরই জানা। এই ছবির ছয় বছর অতিক্রান্ত হওয়ার পর মুক্তি পেতে চলেছে দ্বিতীয় সিনেমাটি। তুম্বাদ সিনেমাটি মানুষের কাছ থেকে এতটাই ভালোবাসা পেয়েছে যে তার জন্য আজও এই সিনেমাটির প্রতি মানুষের আলাদাই আকর্ষণ রয়েছে। আর এর মধ্যেই এবার পুজোর মধ্যে মুক্তি পেল এর দ্বিতীয় পর্বের মোশন পিকচার। স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। তুম্বাদ ছবির মুক্তি পাওয়ার ৬ বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার আনন্দে একটি স্লো মোশন পিকচার পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিটি পোস্ট করেন এর অভিনেতা সোহম সাহ। ছবিতে দেখা যাচ্ছে মুখোশের আড়ালে একজন মানুষের অবয়ব লুকিয়ে রয়েছে ঠিক যেমন দেখানো হয়েছিল সিনেমায়। তার মধ্যে চলে যাচ্ছে হাজার হাজার গাড়ি। ছবির নাম ‘ক্রেজি’। ছবিটি মুখটি পেতে চলেছে ৭ মার্চ ২০২৫ এ। পোস্টটি দেখেই বোঝা যাচ্ছে অভিনেতা তাঁর নতুন ছবি নিয়ে খুবই উত্তেজিত। এই ভাবেই সিনেমাটির ছয় বছর পূর্তির সেলিব্রেশন সকলের সঙ্গে ভাগ করেছেন সোহম।
লেখক-পরিচালক গিরিশ কোহলির তৈরি আরেকটি অনন্য গল্পের প্রতিশ্রুতি দিয়ে মোশন পোস্টারটি প্রত্যাশা বাড়িয়েছে। যদিও 'Crazxy' সম্পর্কে বিশদ বিবরণ এখনও জানা জানি। তবে ছবিটি ইতিমধ্যেই গুঞ্জন তৈরি করছে। রহস্য এবং রোমাঞ্চকর কোনও গল্প নিয়েই এই ছবি হবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: ('এখন ভালো আছে...’ দুর্ঘটনার পর প্রথমবার স্বামীর স্বাস্থ্যের আপডেট দিলেন প্রীতি)
এর আগে, রাহির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে সোহম বলেন, ‘কোনও সমস্যা নেই আমাদের মধ্যে। আমরা দীর্ঘদিন ধরে 'তুম্বাদ ২’ তৈরির চেষ্টা করছি। আমরা লেখা স্ক্রিপ্টটি নিয়ে কাজ করা হচ্ছে না। 'মনিকা ও মাই ডার্লিং', 'অন্ধাধুন'-এর লেখক যোগেশ চান্দেকর সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, ওঁর সঙ্গে আমাদের কাজ করার ইচ্ছে ছিল। অবশেষে আমরা তা করতে চলেছি। 'গুলকান্দা টেলস', 'রক্ত ব্রহ্মণ্ড'-এর মতো মেগা শো-তে কাজ করছেন রাহি। তিনি কয়েক বছর ধরে এই বড় প্রকল্পগুলির সঙ্গে জড়িত।'
তিনি আরও বলেন, ‘সম্প্রতি আমাদের একটি স্ক্রিনিং হয়েছে রাহি সেখানে উপস্থিত ছিলেন। তিনিই 'বিনায়ক’-এর লুক ডিজাইন করেছিলেন। আমরা ‘তুম্বাদ ২’ বানালে ওঁকে আমাদের প্রয়োজন হবে। কিন্তু আমি এর উল্টোটাও মনে করি। যখন ওঁর আমাকে প্রয়োজন হবে, তখন আমি সব সময় ওঁর পাশে থাকব। রাহি আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এমন নয় যে আমরা বন্ধু ছিলাম, তারপর একসঙ্গে কাজ করতে শুরু করেছিলাম। বরং আমরা সহকর্মী হিসাবেই দেখা করেছিলাম। তারপরে বন্ধুত্ব হয় আমাদের মধ্যে। রাহি আমাকে আরও বড় কাজ করার জন্য চাপ দিতে থাকেন। রাহি চান আমি আলফা পুরুষদের চরিত্রে অভিনয় করি। রাহি আমার উপর আস্থা রেখেছেন। আমদের মধ্যে কোনও সমস্যা নেই, আমরা ভালো আছি।’
আরও পড়ুন: (‘অনিল ও নানা আমার জন্য লড়াই করেছিল...’ হঠাত্ এমন কেন বললেন মল্লিকা?)
আরও পড়ুন: ('জি লে জারা' কবে আসছে? ভক্তদের প্রশ্নের জবাবে এবার কী জানালেন আলিয়া?)
‘তুম্বাদ’ সোহম, আনন্দ এল রাই, মুকেশ শাহ এবং অমিতা শাহ যৌথভাবে প্রযোজিত একটি লোককাহিনী ভিত্তিক হরর সিনেমা। ছবিতে মহারাষ্ট্রের তুম্বাদ গ্রামের বিংশ শতাব্দীর গুপ্তধন ও কিংবদন্তীর গল্প ফুটে উঠেছে। সম্প্রতি এই ছবিটি রি-রিলিজও করা হয়েছে।