বাংলা নিউজ > বায়োস্কোপ > Sohini on Shovan-Ranojoy: 'আমি আর শোভন ভালো আছি', রণজয়ের সঙ্গে ব্রেকআপ কী শিখিয়েছে সোহিনীকে?
পরবর্তী খবর
গত বছর পুজোর আগেই শোভন আর সোহিনীর প্রেমের চর্চা সামনে আসে। দুজনেই সদ্য ব্রেকআপ কাটিয়ে উঠেছিলেন। শোভনের সঙ্গে বিচ্ছেদ হয় অভিনেত্রী স্বস্তিকার। আর সোহিনীর জীবন আলাদা হন রণজয় বিষ্ণু। প্রেম টেকানোর চেষ্টা করলেও তা সম্ভবপর হয়নি। সোহিনীর ভাঙা মন নাকি জোড়া লাগে শোভনের সান্নিধ্যে এসে। আরও পড়ুন-সোহিনীর জীবনে এখন সবই শোভন! প্রাক্তন রণজয়ের জন্মদিন ভুললেন নায়িকা?