বাংলা নিউজ > বায়োস্কোপ > Simratt Kaur on Gadar 3: 'গদর ৩' আসছে জানতেনই না পর্দার মুসকান! ছবি দেখে চমকে উঠে কী বলেছিলেন সিমরত?
পরবর্তী খবর
Simratt Kaur on Gadar 3: 'গদর ৩' আসছে জানতেনই না পর্দার মুসকান! ছবি দেখে চমকে উঠে কী বলেছিলেন সিমরত?
1 মিনিটে পড়ুন Updated: 23 Aug 2023, 10:31 AM ISTSubhasmita Kanji
Gadar 2: গদর ২ ছবিটি রীতিমত বক্স অফিসে ঝড় তুলেছে তার ম্যাজিক দিয়ে। ইতিমধ্যেই ২ সপ্তাহ পেরোনোর আগেই ৪০০ কোটি ছুঁয়ে ফেলেছে এই ছবি। এখন প্রশ্ন এই বিপুল সাফল্যের পর কি আবার ‘গদর ৩’ আসবে? কী জানাচ্ছেন অভিনেত্রী সিমরত কৌর?
‘গদর ৩’ আসবে? কী জানাচ্ছেন অভিনেত্রী সিমরত কৌর?
বক্স অফিস জুড়ে এখন কেবল গদর ২ -এর রাজ। ১৫ দিন টপকানোর আগেই ৪০০ কোটির গণ্ডি টপকে গেল এই ছবি। আর ছবির এই বিপুল সাফল্যের পরই দর্শকদের মধ্যে উন্মাদনা শুরু হয়েছে, তবে কি ‘গদর ৩’ আসবে, এলে কবে আসবে? এই প্রসঙ্গে কী জানালেন অভিনেত্রী সিমরত কৌর?
‘গদর ২’ ছবিতে মুসকানের চরিত্রে অভিনয় করেছেন সিমরত কৌর আর জিতের ভূমিকায় দেখা মিলেছে পরিচালক অনিল শর্মার ছেলে উৎকর্ষ শর্মার। তাঁরা বলিউড হাঙ্গামাকে দেওয়া একটি বিশেষ সাক্ষাৎকারে এই ছবির পরবর্তী ভাগ আসবে কিনা সেই প্রসঙ্গে কথা বলেন।
সিমরত কথা প্রসঙ্গে বলেন তাঁর কোনও ধারণাই ছিল না যে ‘গদর ২’ ছবিতে ‘গদর ৩’ -এর আভাস দেওয়া হয়েছে শেষে। অভিনেত্রী কথায়, 'আমার কোনও ধারণাই ছিল না যে গদর ৩ হতে চলেছে।' তিনি আরও বলেন, 'গেইটিতে (মুম্বইয়ের একটি হল) আমরা যখন প্রথমবার সিনেমা দেখতে যাই তখন পুরো ছবিটা আমরা দেখতে পাইনি। কারণ সবাই উঠে আসছিল আমাদের দিকে। বাধ্য হয়ে পালিয়ে যাই আমরা। এরপর দ্বিতীয়বার সকলে মুখ ঢেকে সিনেমাটি দেখি।' তারপর তিনি জানান, 'আমি যখন পর্দায় টু বি কন্টিনিউড লেখাটা দেখলাম আমি জাস্ট চমকে উঠে একটাই কথা বলেছিলাম, মানেটা কী!'
তবে সিমরত যতই চমকে উঠুন না কেন, উৎকর্ষ কিন্তু প্রথম থেকেই সবটা জানতেন। আদতে সমস্ত কলাকুশলীদের মধ্যে তিনিই একমাত্র সবটা জানতেন। কিন্তু কী দেখানো হবে ‘গদর ৩’ -তে?
এই বিষয়ে আন্দাজ করে সিমরত বলেন, 'হয়তো আমি উৎকর্ষকে এত জ্বালাব যে ও আমায় আবার পাকিস্তানে ছেড়ে আসবে।' তিনি মজা করে বলেন 'ও হয়তো আমায় বলবে তুমি ওখানেই ভালো ছিলে, ওখানেই থাকো।'