
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
কথায় আছে না ব্রজ আঁটুনি ফসকা গেরো, সেটাই ঘটল সিদ্ধার্থ-কিয়ারার সঙ্গে। বিয়ে নিয়ে সবরকম গোপনীয়তা বজায় রেখেছেন এই জুটি, তবুও আটকানো গেল না! ফাঁস ‘শেরশাহ’ জুটির বিয়ের রিসেপশনের কার্ড। গত বুধবার পরিবার ও ঘনিষ্ঠজনেদের উপস্থিতিতে জয়সলমেরের সূর্যগড় প্যালেসে ডেস্টিনেশন বিয়ে সেরেছেন সিদ্ধার্থ-কিয়ারা। যদিও প্রাক-বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল গত শনিবার থেকেই।
বিয়ের পর নতুন বউকে নিয়ে দিল্লিতে নিজের বাড়ি পৌঁছেছেন সিদ্ধার্থ। সেখানে পরিবারের মানুষজনদের নিয়ে ঘরোয়া রিসেপশন পার্টিও করেছেন নবদম্পতি। এবার পালা জাঁকজমক করে বিয়ের জশনের। বলিউডের বন্ধুদের নিয়ে বিয়ের সেলিব্রেশনে মাতবেন সিদ্ধার্থ-কিয়ারা। কবে, কোথায় আর কখন হবে সেই অনুষ্ঠান? সবটা ফাঁস হল।
সিদ্ধার্থ-কিয়ারার রিসেপশনের কার্ড একদম সাদামাটা অথচ এলিগেন্ট। ওই কার্ডে বিয়ের একটি হাসিমাখা ছবি রয়েছে দুজনের। কার্ডের উপর স্পষ্ট লেখা রিসেপশনের আসর বসবে মুম্বইয়ের সেন্ট রেজিস হোটেলে। আগামী ১২ই ফেব্রুয়ারি রাত ৮.৩০ থেকে অতিথিদের আপ্যায়ন করবেন নবদম্পতি।
বৃহ্স্পতিবার ছিল সিড-কিয়ারার দিল্লি রিসেপশনের পর্ব। কোনও রাজকীয় আয়োজন নয়, শুধুমাত্র পরিবার ও কাছের বন্ধুদের নিয়ে বিয়ের সেলিব্রেশনে মেতেছিলেন সিড-কিয়ারা। পঞ্জাবি মুণ্ডা সিদ্ধার্থকে এদিন পাওয়া গেল একদম ক্যাজুয়াল সাজে। লাল রঙা ফুল স্লিভস টি-শার্ট আর জিনসে ধরা দিলেন সিদ্ধার্থ, অন্যদিকে কিয়ারার দেখা মিলল সাদা সালোয়ার স্যুট আর গোলাপি লেহেঙ্গায়। তবে অবাক করার মতো বিষয় হল, এদিন কিয়ারার সিঁথিতে সিঁদুর বা গলায় মঙ্গলসূত্রের দেখা মিলল না, যা দেখে সকেলই হয়রান। তবে হাতে গোলাপি চূড়া পরেছিলেন নতুন বউ। সেই ছবি ভাইরাল সোশ্যালে।
সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের আসরে আমন্ত্রিতের সংখ্যা ছিল মাত্র ১০০ জন। বি-টাউন থেকে এই বিয়েতে শামিল হয়েছিলেন করণ জোহর, মণীশ মালহোত্রা, শাহিদ কাপুর, মীরা রাজপুত, জুহি চাওয়ালারা। তবে রিসেপশনে ইন্ডাস্ট্রির কমবেশি সকলকেই আমন্ত্রণ জানানোর কথা জানা যাচ্ছে। প্রশ্ন হল, সিদ্ধার্থের প্রাক্তন প্রেমিকা আলিয়া ভাট এবং তাঁর স্বামী রণবীর কাপুরও কি আমন্ত্রিত এই বিয়ের রিসেপশনে? তা অবশ্য সঠিকভাবে জানা যায়নি। সিদ্ধার্থ-আলিয়ার বিয়ের পর শুভেচ্ছা জানাতে ভোলেননি আলিয়া। ইনস্টাগ্রাম স্টোরিতে নবদম্পতির ছবি শেয়ার করে ‘বধাই’ দিয়েছিলেন সিদ্ধার্থের স্টুডেন্ট অফ দ্য ইয়ার কো-স্টার।
আরও পড়ুন- সিঁথিতে নেই সিঁদুর, মঙ্গলসূত্রও গায়েব! রিসেপশনে এ কেমন সাজ নতুন বউ কিয়ারার?
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup)
৳7,777 IPL 2025 Sports Bonus