সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের রাজকীয় সাজ মন কেড়েছে সবার। গোলাপি লেহেঙ্গায় ছকভাঙা কিয়ারা, অন্যদিকে আইভরি শেরওয়ানি ‘শেরশাহ’ সিদ্ধার্থ। শুক্রবার বিয়ের প্রথম ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেন কিয়ারা। কিন্তু অপেক্ষা চলছিল জুটির প্রথম রিসেপশনের ছবির। অবশেষে ইন্টারনেটে হাজির সেই বহুপ্রতীক্ষিত ছবি। বৃহস্পতিবার রাতে দিল্লিতে আয়োজিত হয়েছে সিদ্ধার্থ-কিয়ারার বৌভাত। দিল্লির ছেলে সিদ্ধার্থ, জয়সলমেরে বিয়ের পর্ব মিটতেই বউকে নিয়ে সোজা দিল্লি পৌঁছান নায়ক।
দিল্লির রিসেপশনে কোনও রাজকীয় আয়োজন নয়, শুধুমাত্র পরিবার ও কাছের বন্ধুদের নিয়ে বিয়ের সেলিব্রেশনে মেতেছিলেন সিড-কিয়ারা। পঞ্জাবি মুণ্ডা সিদ্ধার্থকে এদিন পাওয়া গেল একদম ক্যাজুয়াল সাজে। হ্যাঁ, লাল রঙা ফুল স্লিভস টি-শার্ট আর জিনসে ধরা দিলেন সিদ্ধার্থ, অন্যদিকে কিয়ারার দেখা মিলল সাদা সালোয়ার স্যুট আর গোলাপি লেহেঙ্গায়। হ্যাঁ, বিয়ের পর রিসেপশনেও গোলাপির ছোঁয়া কিয়ারার সাজে। কিয়ারার সিঁথিতে সিঁদুর বা গলায় মঙ্গলসূত্রের দেখা মিলল না, যা দেখে সকেলই হয়রান। তবে হাতে গোলাপি চূড়া পরেছিলেন নায়িকা।
ছবি দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে ঘনিষ্ঠ আত্মীয়দের সঙ্গে ছবি তুলেছেন নবদম্পতি। বুধবার জয়সলমের থেকে ক্যাজুয়াল লুকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন সিদ্ধার্থ-কিয়ারা। পরে দিল্লি এয়ারপোর্টে সাবেকি লাল-পোশাকে ঝলমল করেন নবদম্পতি। পাপারাৎজিদের মিষ্টি বিতরণ করতেও দেখা যায় তাঁদের। বৃহস্পতিবার রিসেপশনের ভেনুতে পৌঁছানোর পর সিদ্ধার্থ-কিয়ারার গাড়ি লেন্সবন্দি হয়েছিল পাপারাৎজিদের ক্যামেরায়, তবে ক্যামেরার জন্য পোজ দেননি তাঁরা।
বুধবার জয়সলমেরের সূর্যগড় দূর্গে বসেছিল সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের আসর। রাজকীয় বিয়ের ঝলক শেয়ার করে কিয়ারা লেখেন, ‘আমাদের সারাজীবনের পারমানেন্ট বুকিং হয়ে গেল। এই নতুন যাত্রাপথে আপনাদের সবার আর্শীবাদ চাই’। সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের আসরে আমন্ত্রিতের সংখ্যা ছিল মাত্র ১০০ জন। বি-টাউন থেকে এই বিয়েতে শামিল হয়েছিলেন করণ জোহর, মণীশ মালহোত্রা, শাহিদ কাপুর, মীরা রাজপুত, জুহি চাওয়ালারা।
জানা গিয়েছে আগামী ১২ই ফেব্রুয়ারি মুম্বইয়ের গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করেছেন সিদ্ধার্থ-কিয়ারা। শোনা যাচ্ছে, বিয়ের পর রিসেপশনেও মণীশ মালহোত্রার পোশাকেই সাজবেন কিয়ারা। সেখানে হাজির থাকবেন বি-টাউনের একঝাঁক তারকা। সিদ্ধার্থের রিসেপশনে কি আমন্ত্রণ পৌঁছেছে প্রাক্তন প্রেমিকা আলিয়ার কাছে? এখন সেই নিয়ে ফিসফিসানি চলছে বি-টাউনে।
আরও পড়ুন- Video: নাচতে নাচতে মণ্ডপে প্রবেশ, মালাবদল সেরে সিদ্ধার্থের ঠোঁটে চুমু কিয়ারার
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup)