আজ শ্রেয়া ঘোষালের জন্মদিন। বর্তমানে তিনি সঙ্গীত জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র। বাংলা এবং হিন্দি তো বটেই তাছাড়াও তিনি ভোজপুরি, কন্নড়, মালয়ালম, পাঞ্জাবি, তামিল, তেলেগু এবং অসমীয়া-সহ বহু ভাষায় গান গেয়েছেন। বেশ অল্প বয়সে সঙ্গীত জগতে পা রেখেছিলেন শ্রেয়া। রিয়্যালিটি শো দিয়ে শুরু হলেও সঞ্জয় লীলা বনসালীর ছবি 'দেবদাস'-এ তাঁর গাওয়া গান সকলকে মুগ্ধ করেছিল। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয় গায়িকাকে। একের পর এক বড় ছবিতে প্লে ব্যাকের মাধ্যমে খুব অল্প দিনেই গানের দুনিয়ায় নিজের পায়ের তলার মাটি শক্ত করে নিয়েছিলেন তিনি।
কিন্তু কেবল শ্রেয়ার কেরিয়ার নয়, তাঁর প্রেম জীবনের গল্পও বহু সিনেমার গল্পকে হার মানাবে। শ্রেয়া ঘোষাল এবং শিলাদিত্য মুখোপাধ্যায় একে অপরকে স্কুলজীবন থেকে চিনতেন। স্কুলের সেই বন্ধুর সঙ্গে প্রেমের সূত্রপাত কীভাবে হল জানেন?
আরও পড়ুন: 'গুরুত্বপূর্ণ নয়…', ঘনিষ্ট দৃশ্য কেন করেন না করিনা? জিলিয়ানের প্রশ্নে মুখ খুললেন নায়িকা
জন্মসূত্রে শ্রেয়া পশ্চিমবঙ্গের বহরমপুরের বাসিন্দা হলেও ছোট থেকেই তিনি রাজস্থানের কোটার কাছে একটি ছোট শহর রাওয়াতভাটায় ছিলেন। যখন তাঁর বয়স ৪ বছর তখন থেকে তিনি তাঁর গুরু মহেশ চন্দ্র শর্মার কাছে গান শেখা শুরু করেন।
অল্প বয়সেই গায়িকা শিলাদিত্যর প্রেমে পড়েন। শোনা যায়, ১০ বছর ধরে চুটিয়ে প্রেম করার পর, তাঁদের সম্পর্ক গড়ায় ছাদনাতলায়। শিলাদিত্যর বন্ধুর বিয়েতে শ্রেয়াকে প্রথম প্রেমের প্রস্তাব দিয়েছিলেন।
আরও পড়ুন: প্রেগন্যান্সি ক্রেভিং বলে কথা! ‘মিশকা’ অহনা এই মিষ্টি খেলেন গপাগপ, জুলুজুলু চোখে দেখল কে?