
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
সাজিদ খান বনাম শার্লিন চোপড়া। সরগরম বলিউড। আরও একবার পরিচালক বিরুদ্ধে বিস্ফোরক অভিনেত্রী। প্রকাশ্যে আনলেন প্রায় ১৭ বছর আগের তিক্ত অভিজ্ঞতার কথা।
জনপ্রিয় রিয়্যালিটি শো 'বিগ বস'-এ অংশ নেওয়ার পর থেকেই সাজিদকে নিয়ে নতুন করে বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে। যৌন হেনস্থায় অভিযুক্ত একজনকে কী ভাবে অনুষ্ঠানে জায়গা দেওয়া হল, তা নিয়েও প্রশ্ন উঠেছে। সাজিদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন একাধিক মহিলা। বিতর্কের এই আবহেই আরও শার্লিন জানিয়েছেন তাঁর অভিজ্ঞতার কথা। অভিনেত্রীর দাবি, কাজের 'টোপ' দেখিয়ে তাঁর সঙ্গে অভব্য আচরণ করার চেষ্টা করেন সাজিদ।
পরিচালক ফারহা খানের ভাই সাজিদ। শাহরুখ এবং সলমন খানের মতো তারকারা তাঁর কাছের মানুষ। এ হেন পরিচালকের বিরুদ্ধে সরব হওয়ার কথা তখন ভাবতে পারেননি শার্লিন। তবে বিশ্বজোড়া 'মি টু' অভিযান তাঁকে সাহস জোগায়। সাজিদের বিরুদ্ধে ইতিমধ্যেই পুলিশে অভিযোগ দায়ের করেছেন তিনি। শার্লিনের কথায়, 'উনি আমার সামনে ওর যৌনাঙ্গ উন্মুক্ত করে দিয়েছিলেন। আমাকে তা স্পর্শ করতে বাধ্য করেছিলেন। প্রশ্ন হল, বেশ কয়েক বছর কেটে যাওয়ার পর একজন মহিলা কি তাঁর যন্ত্রণার কথা সকলের সঙ্গে ভাগ করে নিতে পারেন না? নিশ্চয়ই পারে। তখন আমার সাহস ছিল না, কিন্তু আজ আছে।'
(আরও পড়ুন: ‘সাজিদের সঙ্গে বেশ ভালোই সময় কেটেছে’, বিতর্কের মাঝে এ কী বললেন সৃজিতা)
সাজিদের বিরুদ্ধে সমস্ত সাক্ষ্য এবং প্রমাণ দিতে তৈরি শার্লিন। তাঁর বক্তব্য, 'আমার কাছে সব প্রমাণ আছে। কিন্তু কেউ যদি মনে করেন তা ক্যামেরায় রেকর্ড করা আছে, তা হলে ভুল করবেন। কারণ স্পেল ক্যামেরা সঙ্গে করে ঘোরা তো সম্ভব নয়। সুতরাং সেই প্রমাণ আমি দেখতে পারব না।'
6.88% Weekly Cashback on 2025 IPL Sports