৭ মার্চ ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল ‘নাদানিয়া’। এটি ছিল ইব্রাহিম আলি খানের প্রথম ডেবিউ সিনেমা। ইব্রাহিমের বিপরীতে অভিনয় করেছিলেন খুশি কাপুর। সিনেমায় সুনীল শেট্টি, দিয়া মির্জা, মহিমা চৌধুরী এবং যুগল হংসরাজের মতো বড় মাপের তারকারা অভিনয় করেছিলেন।
সিনেমাটি যাতে সকলের মন জয় করে নিতে পারে, তার জন্য সবরকম চেষ্টা করেছিলেন পরিচালক এবং প্রযোজকরা। কিন্তু ইব্রাহিম এবং খুশির অভিনয় বিন্দুমাত্র খুশি করতে পারেনি দর্শক। শুধু তাই নয়, খুশি এবং ইব্রাহিমের অভিনয় দেখে একপ্রকার কটাক্ষ করতে বাধ্য হয়েছিলেন নেট দুনিয়ার বাসিন্দারা। এবার নাতির অভিনয় নিয়ে মুখ খুললেন শর্মিলা।
আরও পড়ুন: শাহরুখের বাড়িতে থাকতে চান! এক রাতের ভাড়া দিতে কম পড়বে ১ মাসের বেতনও, কত খরচ?
আরও পড়ুন: আপনাকে ভালোবাসি’, সিদ্ধিবিনায়ক মন্দিরে ভক্তের ডাক শুনে লজ্জায় লাল অমিতাভ
সম্প্রতি আনন্দবাজার পত্রিকা ডট কমের সঙ্গে একটি সাক্ষাৎকারে শর্মিলা বলেন, ‘আমার দুই নাতি নাতনি ভীষণ ভালো। সারা এখন ভীষণ ভালো কাজ করছে। ইব্রাহিমের ছবিটিও ভালো, ইব্রাহিমকে ভীষণ ভালো লাগছিল দেখতে। ও ওর মতো চেষ্টা করেছিল, তবে সত্যি বলতে ভালো হয়নি।’
তবে শুধুমাত্র শর্মিলা ঠাকুর নন, ইব্রাহিমকে উদ্দেশ্য করে সম্প্রতি একটি পোস্ট করেছিলেন পিসি সোহা আলি খান। ইব্রাহিমকে পরামর্শ দিয়ে সোহা বলেছিলেন, ‘ইন্ডাস্ট্রিতে থাকতে গেলে মোটা চামড়ার অধিকারী হতে হবে। ইন্ডাস্ট্রি এমন একটি জায়গা যেখানে উপহাসের শিকার হতেই হবে, কিন্তু গায়ে মাখলে চলবে না।’
আরও পড়ুন: ফের শুরু হতে চলেছে কেবিসি? কবে থেকে শুরু রেজিস্ট্রেশন? বিগ বি-ই থাকছেন সঞ্চালনায়?
আরও পড়ুন: 'তোমায় ছাড়া পাঁচটা নতুন বছর...', নববর্ষের আগে বাবাকে নিয়ে আবেগঘন স্বস্তিকা
প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে শর্মিলা ঠাকুর অভিনীত বাংলা সিনেমা ‘পুরাতন’। এই ছবিতে শর্মিলার সঙ্গে অভিনয় করতে দেখা গেছে ইন্দ্রনীল সেনগুপ্ত এবং ঋতুপর্ণা সেনগুপ্তকে। বক্স অফিসে ইতিমধ্যেই বেশ ভালই সাড়া পেয়েছে সিনেমাটি।
১৪ বছর পর ‘পুরাতন ’ সিনেমার হাত ধরে ফের বাংলা সিনেমায় অভিনয় করলেন শর্মিলা। শেষ অভিনয় করেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়ের ছবি ‘সোনার পাহাড়’ ছবিতে। তবে এত বছর পর বাংলায় সিনেমা করতে বেশ ভালো লাগলেও শারীরিক অসুস্থতার জন্য হয়তো তিনি ভবিষ্যতে আর বাংলা ছবিতে কাজ করবেন না, সম্প্রতি সে কথাই সংবাদমাধ্যমকে জানিয়েছেন শর্মিলা।