Hindustan Times
Bangla

উঠে যাবে ট্যান, উজ্জ্বল হবে ত্বক, রান্নাঘরের এই ৩টি জিনিস লাগবে আপনার

এপ্রিল মাস শুরু হতেই ধীরে ধীরে গরম বাড়তে শুরু করেছে।

এই সময়ে ত্বকের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি।

আমরা এখানে গ্রীষ্মকালে ত্বকের যত্ন নেওয়ার জন্য কিছু টিপস শেয়ার করব।

গ্রীষ্মকালে ত্বকের যত্নের জন্য নিয়মিত লোশন ব্যবহার করা উচিত।

ত্বকের যত্নের জন্য অ্যালোভেরা জেলও অত্যন্ত উপকারী।

এছাড়াও, গ্রীষ্মকালে ত্বকের যত্নের জন্য প্রতিদিন নারকেল জল পান করুন।

গরমে ত্বকে ট্যান পড়াও একটা বড় সমস্যা। আর ট্যান তুলতে টমেটোর রস ম্যাজিকের মতো কাজ করে। টমেটোর আর শসার রস মিশিয়ে স্নানের সময় মাখতে পারেন গায়ে। তারপর মিনিট ১৫ রেখে ধুয়ে নিলেই চলবে। 

গরমে ত্বকের যত্নে টক দইয়েরও কোনো বিকল্প হয় না। মুলতানি মাটি বা বেসনের সঙ্গে মিশিয়ে মাখতে পারেন মুখে। 

পেঁপের বীজ ফেলে দিয়ে, নরম অংশ চটকে মেখে নিন মুখে-ঘাড়ে-গলায়-হাত-পায়ে। সপ্তাহে ২-৩দিন মাখুন। দেখবেন ত্বকের হাল ফিরবে মাসখানেকে।