কে বলবে তাঁর বয়স বেড়ে হল ৫৯! শাহরুখের গ্ল্যামার, ক্যারিশম্যাটিক পার্সোনালিটির কাছে ৫৯ সংখ্যাটা নেহাতই যেন তুচ্ছ। তবু এক একটা জন্মদিনের সঙ্গে সকলেরই বয়স বাড়ে। ২ নভেম্বর, শনিবার বলিউড কিং-এর জন্মদিন। তবে এবার আর মন্নতের ব্যালকনির বাইরে লক্ষ লক্ষ ভক্তের সঙ্গে দেখা করতে হাজির হননি শাহরুখ। বাবা সিদ্দিকির খুনের ঘটনা, সলমনকে একের পর এক হুমকি-র আবহে তিনি বাদশা এবার একটু বেশিই সতর্ক। তাই এবার মন্নতের সামনে এসে দুহাত প্রসারিত করে নিজস্ব স্টাইলে অনুরাগীদের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেওয়ার ঝুঁকি নেননি শাহরুখ।
তবে এবার ঘটা করে সেলিব্রেশন না হলেও, মন্নতের ভিতরে স্ত্রী সন্তানের সঙ্গে একান্তেই জন্মদিনের কেক কাটলেন শাহরুখ। আর অনুরাগীদের সঙ্গে সেই মুহূর্তটি ভাগ করে নিয়েছেন খোদ গৌরী খান। বলিউডের ফার্স্ট লেডি-র সেই পোস্টে একটা টেবিলে রাখা ছোট্ট একটা কেক কাটতে দেখা যাচ্ছে বাদশাকে। পরনে তাঁর কালো টি-শার্ট ও প্যান্ট। পাশে দাঁড়িয়ে গৌরীকে উৎসাহের সঙ্গে সেই কেক কাটার দিকে নজর দিতে দেখা যাচ্ছে। তাঁর পরনে ধূসর রঙের একটা সালোয়ার কামিজ। শাহরুখের ডানদিকে দাঁড়িয়ে মেয়ে সুহানাকে তখন হাততালি দিতে দেখা যাচ্ছে। বাবার জন্মদিনে সুহানা খানকে সোনালি রঙের একটা পোশাকে দেখা যায়। আরও একটা পোস্টে শাহরুখের সঙ্গে নিজের পুরনো একটা ছবি পোস্ট করেছেন গৌরী খান। ক্যাপশানে লিখেছেন, ‘বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে গত রাতের একটা স্মরণীয় মুহূর্ত… শুভ জন্মদিন শাহরুখ।’
আরও পড়ুন-শাহরুখের জন্মদিনে সামনে এল ফৌজি-২র ট্রেলার, কে হচ্ছেন নতুন ‘অভিমন্যু রাই’?