১৯৫৫ সালের ব্লকবাস্টার সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবির ৩০ বছর অতিক্রান্ত হল। আইকনিক এই সিনেমার ৩০ বছর পূর্তি উপলক্ষে লন্ডনের লেস্টার স্কোয়ারে একটি ব্রোঞ্জ মূর্তি দিয়ে সম্মানিত করা হবে অভিনেতা অভিনেত্রীকে। এটি প্রথম ভারতীয় চলচ্চিত্র হতে চলেছে , যে সিনেমা এমন স্বীকৃতি পাবে।
জানা গেছে, যে ব্রোঞ্জের মূর্তিটি তৈরি করা হবে সেখানে শাহরুখ এবং কাজলকে আইকনিক DDLJ ভঙ্গিতে দেখানো হবে। এই বছরের শেষের দিকে মূর্তিটি উন্মোচিত করা হবে। এই মূর্তিটি প্রথম উন্মোচিত হবে ‘সিনেস ইন দ্যা স্কোয়ার’ ট্রেলারে। মূর্তিটি স্থাপন করা হবে ওডিয়ন সিনেমার বাইরে পূর্ব দিকের বারান্দায়।
আরও পড়ুন: সিনেমা জগতের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে চিন্তিত অজয়! বললেন, ‘আমরা সবাই...’
আরও পড়ুন: 'আমি নেপো কিড নই বলে...', বলিউডের স্বজনপোষণের শিকার নুসরত? কী বললেন?
কেন বেছে নেওয়া হল লেস্টার স্কোয়ারকে?
‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিনেমায় লেস্টার স্কোয়ারকে দেখানো হয়েছিল যেখানে, রাজ এবং সিমরান তাদের ইউরোপ ট্রিপ শুরু করার আগে একে অপরের অজান্তে প্রথম দুজনে দুজনের পাশ দিয়ে চলে যায়। এই দৃশ্যে স্কোয়ারের দুটি সিনেমা হলকে স্পষ্ট ভাবে দেখানো হয়েছিল। একদিকে রাজ ভিউ সিনেমার সামনে দাঁড়িয়ে রয়েছেন এবং অন্যদিকে সিমরান ওডিয়ন লেস্টার স্কোয়ারের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন।
এই ছবিতে লন্ডনের আরও বেশ কিছু দর্শনীয় স্থান দেখানো হয়েছিল যার মধ্যে ছিল হর্সগার্ডস অ্যাভিনিউ, হাইড পার্ক, টাওয়ার ব্রিজ এবং কিংস ক্রস স্টেশন। আগামী ২৯ মে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিনেমার ওপর ভিত্তি করে একটি সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হবে যার নাম দেওয়া হয়েছে ‘কাম ফল ইন লাভ-দ্য DDLJ মিউজিক্যাল।’
আরও পড়ুন: সিনেমা জগতের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে চিন্তিত অজয়! বললেন, ‘আমরা সবাই...’
আরও পড়ুন: ম্যাডক ফিল্মসের জন্মদিনের পার্টিতে তারকার মেলা! নজর কাড়লেন অভিষেক-নিমরত সহ কে কে?
এই প্রসঙ্গে হার্ট অফ লন্ডন বিজনেস অ্যালায়েন্সের ডেপুটি চিপ এক্সিকিউটিভ মার্ক উইলিয়ামস বলেন,' দিলওয়ালে দুলানিয়া লে জায়েঙ্গে সর্বকালের সফল এবং গুরুত্বপূর্ণ বলিউড চলচ্চিত্রের মধ্যে একটি। আমরা এই সিনেমাটি নিয়ে ভীষণ উত্তেজিত ছিলাম কারণ এই সিনেমায় একটি লোকেশন হিসেবে দেখানো হয়েছিল লেস্টার স্কোয়ারকে।'