বাংলা নিউজ > বায়োস্কোপ > Abhishek Banerjee: ‘আমি ভেবেছিলাম, তোমাকে ফোন করব!’ আইফার সাংবাদিক বৈঠকে কিংয়ের মুখে অভিষেক-বন্দনা

Abhishek Banerjee: ‘আমি ভেবেছিলাম, তোমাকে ফোন করব!’ আইফার সাংবাদিক বৈঠকে কিংয়ের মুখে অভিষেক-বন্দনা

বাদশার অভিষেকবন্দনা!

অভিষেকে বুঁদ বাদশা! স্ত্রী-২ অভিনেতার পারফরম্যান্স দেখে তাঁকে ফোন করার কথা ভেবেছিলেন শাহরুখ খান। সর্বসমক্ষেই সে কথা জানালেন তিনি। মশকরা করতে ছাড়লেন না বন্ধু করণ জোহরের সঙ্গেও।

‘আমি ভেবেছিলাম, তোমাকে ফোন করব!’ আইফা ২০২৪-এর জন্য মুম্বইয়ে আয়োজিত সাংবাদিক বৈঠকে স্বয়ং কিং খানের মুখ এই মন্তব্য শুনে ঠিক কী মনে হয়েছিল বলুন তো বলিউডের নতুন সেনসেশন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের? এর উত্তর একমাত্র অভিষেকের কাছেই থাকলেও, একথা বলাই যায় যে সময়টা বড্ড ভালো যাচ্ছে তাঁর। আসলে ‘পাতাললোক’ থেকে ‘স্ত্রী সিরিজ, ‘অপূর্বা’, ‘ভেড়িয়া’ কিংবা ‘ভেদা’— প্রত্যেক ছবিতেই দুর্দান্ত অভিনয় করে আসমুদ্র হিমাচলের মন জয় করে নিয়েছেন এই তরুণ বাঙালি অভিনেতা। তাঁর অভিনয় দক্ষতায় বুঁদ আট থেকে আশি! সেই ভক্তকুলে যে খোদ বলিউডের বাদশাও রয়েছেন, এবার সেটাও সকলের সামনে প্রমাণ হয়ে গেল। একেবারে নিজস্ব ঢঙেই সেকথা স্বীকার করে নিলেন শাহরুখ খান। ‘স্ত্রী-২’-এ তাঁর অসাধারণ চরিত্রাভিনয়ের জন্য অভিষেককে দরাজ সার্টিফিকেটও দিয়েছেন বাদশা। এও কি কোনও পুরস্কার বা সম্মান প্রাপ্তির থেকে কম কিছু নাকি!

শাহরুখ বরাবরই তাঁর সহকর্মীদের সঙ্গে হাসি-ঠাট্টা করায় বিশ্বাসী। এমনকী, হাসির মোড়কে অনেক সময়েই নানা জটিল বিষয় সরল ভাষায় তুলে ধরেন তিনি। আইফার সাংবাদিক বৈঠকেও হালকা আর ফুরফুরে মেজাজেই ছিলেন বাদশা। এবারের আইফা রকস অনুষ্ঠানটি যুগ্মভাবে উপস্থাপনা করার দায়িত্ব পড়েছে বলিউডের দুই উদীয়মান তারকা অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সিদ্ধান্ত চতুর্বেদীর উপর। অন্যদিকে, এবছরের মূল আইফা অ্যাওয়ার্ডটি উপস্থাপনা করবেন শাহরুখ খান এবং তাঁর দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মী, পরিচালক-প্রযোজক করণ জোহর।

আইফার সাংবাদিক বৈঠকে অভিষেককে শাহরুখ বলেন, 'তোমার অসামান্য ওই ছবি (স্ত্রী-২) দেখার পর এখানে তোমাকে দেখে আমি সত্যিই খুব খুশি। আমি ভেবেছিলাম তোমাকে ফোন করব।'

একই মঞ্চে বন্ধু করণের সঙ্গেও মশকরা করতে ছাড়েননি কিং খান। তিনি বলেন, 'করণ, একটু তো রিহার্সাল করো!' এরপরই উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে করণকে উল্লেখ করে বলেন, 'ও আমাকে বলেছে, কোনও রিহার্সাল করবে না। ও সবটাই জুম কলে সারতে চায়।' এরপরই আবার সরাসরি আবার বন্ধুকে শাহরুখ বলেন, 'আরে ভাই, একটু ছবি-টবি বানাও। আর কত হোস্টিং করবে!'

এসবের মধ্যে আইফা নিয়েও একদফা হাসি-ঠাট্টা করেন শাহরুখ। তিনি বলেন, 'এর আগে মাত্র একবারই এরা আমায় ডেকেছিল। এবার ডাকল প্রায় ১০ বছর পর! আমার তো এখানে আসতে সব সময়েই ভালো লাগে। কিন্তু, যখনই আইফার অনুষ্ঠান হয়, তখনই আমার কোনও না কোনও ছবির শুটিংয়ের কাজ চলে।' প্রসঙ্গত, শাহরুখ গত প্রায় এক দশক ধরেই আইফার সঙ্গে যুক্ত রয়েছেন।

এবছর আইফার মূল অনুষ্ঠানটির সঙ্গেই আইফা উৎসবমের আসরও বসবে। দু'টি অনুষ্ঠান একই সময় হবে। সেই আয়োজন সকলের সামনে উপস্থাপনা করবেন বাহুবলীখ্যাত রানা ডুগ্গুবাটি। দক্ষিণ ভারতীয় সিনেমা জগতের সেরা কুশীলব ও কারিগরদের সেই মঞ্চে সম্মানিত ও পুরস্কৃত করা হবে। মুম্বইয়ের সাংবাদিক বৈঠকে রানাও উপস্থিত ছিলেন। কথায় কথায় তিনি জানান, একবার বলিউডের বাদশা পুরো ইন্ডাস্ট্রির জন্য এক এলাহী আফটার-পার্টি দিয়েছিলেন।

আইফা সূত্রে জানানো হয়েছে, তাদের এবারের অনুষ্ঠানে যোগ দেবেন বর্ষীয়ান অভিনেত্রী রেখাও। মঞ্চ মাতাবেন শাহিদ কাপুর, ভিকি কৌশল, জাহ্নবী কাপুর এবং কৃতী স্যাননের মতো তারকারা। আইফা ২০২৪ অনুষ্ঠিত হবে আগামী ২৭ থেকে ২৯ সেপ্টেম্বর, আবু ধাবির ইয়াস আইল্যান্ডসে।

বায়োস্কোপ খবর

Latest News

৩২ মিটার দৌড়ে স্লাইডিং ডাইভে দুরন্ত ক্যাচ, ২০২৩-এ এমন ক্যাচ ধরেই সেরা হন রশিদ আজ হাই-মাদ্রাসা, আলিম ও ফাজিল ফলপ্রকাশ, কখন? কোন কোন ওয়েবসাইটে রেজাল্ট দেখবেন? ফের আগুন কলকাতায়, এবার নিউটাউনে, শিলিগুড়িতে দাউ দাউ করে জ্বলল গুদাম ব্যর্থ অভিষেকের পালটা লড়াই, SRH-কে খাদের কিনারায় ঠেলে প্লে-অফের আরও কাছে গিলরা বিশ্বের বড় বিমান সংস্থাগুলোও এড়িয়ে যাচ্ছে পাক আকাশসীমা, এবার পথে বসবে ওরা! কোনও ব্র্যান্ড নয়! জেনেরিক ওষুধ লিখতে হবে চিকিৎসকদের, নির্দেশ সুপ্রিম কোর্টের খুনের আসামিকে কুপিয়ে হত্যা! হাই-অ্যালার্ট জারি মেঙ্গালুরুতে, জারি হল ১৪৪ ধারা আতিফ, ফাওয়াদ-সহ কোন কোন পাকিস্তানি শিল্পীদের ইনস্টাগ্রামে ব্লক করা হল ভারতে? জয়জিৎ-শ্রেয়ার ২০ বছরের বিয়ে ভাঙল? ডিভোর্সের পথে দম্পতি? কী দেখে সন্দেহ নেটপাড়ার মোদীর প্রশংসায় পঞ্চমুখ মার্কিন ভাইস প্রেসিডেন্ট,বাণিজ্য চুক্তি নিয়েও এল আপডেট

Latest entertainment News in Bangla

আতিফ, ফাওয়াদ-সহ কোন কোন পাকিস্তানি শিল্পীদের ইনস্টাগ্রামে ব্লক করা হল ভারতে? জয়জিৎ-শ্রেয়ার ২০ বছরের বিয়ে ভাঙল? ডিভোর্সের পথে দম্পতি? কী দেখে সন্দেহ নেটপাড়ার বিরুষ্কার সঙ্গে ছবি পোস্ট নীতির, উঠে এল অদেখা ছবি! ভামিকা-অকায়রা আছে সেখানে? ক্যাটরিনা, আলিয়াকে ছেলে বানিয়ে দিল AI! রূপে শাহরুখ, হৃতিককেও হার মানাবেন ওঁরা 'আমার স্তন চেপে ধরে…', আশ্রম দিয়ে তুলেছিলেন ঝড়, ট্রেনে শরীরে হাত পড়ে অদিতির তাঁকে নির্বাসিত করা হয় দেশ থেকে! অ্যাপ্রন পরা এই লেখিকাকে চিনতে পারছেন? বাবা মারা যান আগেই, এবার প্রয়াত অনিল-বনির মা! ৯০ বছরে করলেন শেষ নিঃশ্বাস ত্যাগ ‘মরতে পারি, মারতেও পারি…’! বিয়ের পর অনবরত ট্রোল, শার্লিকে নিয়ে কী বললেন অভিষেক চুমকির সঙ্গে টেকেনি বিয়ে ! সত্যিই কি মত্ত অবস্থায় প্রেমিকাকে মারধর করেন লোকেশ? সাত-আট মাস ধরে কাজ নেই তনিমার হাতে! 'অনেকেই পিছনে লাগছে…', বললেন অভিনেত্রী

IPL 2025 News in Bangla

৩২ মিটার দৌড়ে স্লাইডিং ডাইভে দুরন্ত ক্যাচ, ২০২৩-এ এমন ক্যাচ ধরেই সেরা হন রশিদ ব্যর্থ অভিষেকের পালটা লড়াই, SRH-কে খাদের কিনারায় ঠেলে প্লে-অফের আরও কাছে গিলরা বিতর্কিত রান-আউটে ক্ষুব্ধ গিল, রিজার্ভ আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়লেন GT দলনায়ক 4,0,4,4,4,4- শামি কি ক্লাব পর্যায়ের বোলার? ২-১টি নয়,ওভারে ৫টি চার মারলেন সুদর্শন ১৩ বছরের ছোট অভিনেত্রীর 'হট' ছবিতে ‘লাইক’, ছড়িয়ে যেতেই প্রযুক্তিকে দুষলেন বিরাট ছেলে SRH-এর ক্রিকেটার, পিতা RCB-র সাপোর্টার! IPL কি তবে পরিবারেও ফাটল ধরাচ্ছে? MSD-র অধিনায়কত্বের লোভই CSK-র কাল হবে! আশঙ্কা ক্যারিবিয়ান তারকার,ধরিয়ে দিলেন ভুল IPL থেকে রাজস্থান ছিটকে যেতেই ম্যানেজমেন্টকে দুষলেন গিলি! বাটলারকে ছাড়ায় বিরক্ত বহুদিন ডাক পাননি জাতীয় দলে! তবু দেশের হয়ে খেলার স্বপ্ন দেখা ছাড়েননি KKR অধিনায়ক স্বস্তিকের আদিখ্যেতায় বিরক্ত বিরাট? RCBর তারকা বললেন, ‘ওর সঙ্গে কোনওদিন থাকব না’

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.