শান বলেন, ২০২০ সালে 'করম করদে' বলে একটি মিউজিম ভিডিয়ো বানিয়েছিলেন। যেখানে তিনি ইসলাম ধর্মাবলম্বীদের মতো করে সেজেছিলেন। ছবিটি সেই মিউজিক ভিডিয়োর জন্য তোলা ছবি। শান বলেন, সেই ছবির জন্য যেধরনের নেতিবাচক মন্তব্য উঠে এসেছে, প্রথমে ভেবেছিলেন এড়িয়ে যাবেন। তবে পড়ে ভাবেন কথা বলা দরকার।
শানের ইদের শুভেচ্ছা নিয়ে ট্রোলিং
সাদা পাঞ্জাবি আর মাথায় ফেজ চুপি পরে যেন নমাজ পড়ছেন। এমনই একটি ছবি পোস্ট করে সকলকে ইদের শুভেচ্ছা জানিয়েছিলেন সঙ্গীতশিল্পী শান। আর তাতেই বাঁধে গণ্ডোগোল। সোশ্যাল মিডিয়ায় বাঙালি সঙ্গীতশিল্পীর এমন ছবি দেখে সমালোচনার বন্যা বয়ে যায়। অনেকেই প্রশ্ন তোলেন 'হিন্দু, ব্রাহ্মাণ হয়ে এমন ছবি দিয়ে ইদের শুভেচ্ছা?' ট্রোলের মুখে এবার উত্তর দিলেন শান।
ট্রোলের মুখে একটি ভিডিয়ো পোস্ট করে জবাব দিয়েছেন শান। যদিও তিনি কোনও সাফাই দেননি। শান বলেন, ২০২০ সালে 'করম করদে' বলে একটি মিউজিম ভিডিয়ো বানিয়েছিলেন। যেখানে তিনি ইসলাম ধর্মাবলম্বীদের মতো করে সেজেছিলেন। ছবিটি সেই মিউজিক ভিডিয়োর জন্য তোলা ছবি। শান বলেন, সেই ছবির জন্য যেধরনের নেতিবাচক মন্তব্য উঠে এসেছে, প্রথমে ভেবেছিলেন এড়িয়ে যাবেন। তবে পড়ে ভাবেন কথা বলা দরকার। আর সেকারণেই তিনি এই ভিডিয়ো পোস্ট করছেন। সাফ জানান, এটা কোনও সাফাই নয়।