বাংলা নিউজ > বায়োস্কোপ > শাড়ি পরেই ক্রিজে, ব্যাট হাতে ছক্কা হাঁকালেন সায়ন্তিকা, বিধায়িকাকে এভাবে দেখে কী বলছে নেটপাড়া?
রিল নয়, রিয়েল। শাড়ি পরে ময়দানে নেমে দিব্যি ছক্কা হাঁকালেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্য়ায়। ২০২৪-এর পর ২০২৫এও দিব্যি কামাল করলেন তিনি। একটি পুরনো ও একটি নতুন, বরাহনগরের কোনও এক ময়দানে গত বছরের মতো ফের ব্যাট হাতে ক্রিকেট খেলতে নেমে পড়েছিলেন সেখানকার বিধায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্য়ায়। তারই কিছু ঝলক ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সায়ন্তিকা।
ভিডিয়ো পোস্ট করে সায়ন্তিকা ক্যাপশানে শুধু লিখেছেন, ‘#then 2024 & #now2025 with Baranagar’। পুরনো ভিডিয়োতে একটি সবুজ রঙের শাড়ি পরে ক্রিকেট খেলতে দেখা যাচ্ছে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। সেই ভিডিয়োতে যিনি বল করছেন, তিনিও একজন মহিলা। নতুন ভিডিয়োতে হলুদ রঙের শাড়ি পরে ছক্কা হাঁকাতে দেখা যাচ্ছে অভিনেত্রী বিধায়িকাকে। তবে এখানে অবশ্য বোলারের দেখা মেলেনি। তবে মুগ্ধ হয়ে অনেকেই সেসময় মাঠে দাঁড়িয়ে অভিনেত্রীর খেলা দেখছিলেন।