
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
সারা আলি খান এখন চরম ব্যস্ত। সামনেই তাঁর দুটো ছবি মুক্তি পেতে চলেছে। একদিকে আছে মার্ডার মুবারক। আরেকদিকে আছে অ্যায় ওয়াতান মেরে ওয়াতান। দুটো ছবি নিয়েই দর্শকদের মধ্যে দারুণ উন্মাদনা রয়েছে। এর মধ্যেই জানা গেল পুড়ে গিয়েছেন সারা আলি খান!
এদিন মুম্বইতে একটি জিমের বাইরে দেখা যায় সারা আলি খানকে। তাঁর পরনে ক্রপ টপ এবং শর্টস ছিল। ফলে তাঁর টোন্ড অ্যাবস দেখা যাচ্ছিল। আর তখনই দেখা যায় যে তাঁর পেটে পোড়ার দাগ। সেটা দেখে যখন পাপারাৎজিরা জিজ্ঞেস করেন যে কী হয়েছে তাঁর, সেই প্রশ্নে উত্তরে অভিনেত্রী জানান, 'আমি পুড়ে গিয়েছিলাম।'
আরও পড়ুন: রাজ্য রাজনীতির সঙ্গে 'ত্যাগ' ছবির মিল! লকেট বনাম রচনা ঘোষণা হতেই সোশ্যাল মিডিয়া ভাসছে মিমের বন্যায়
জানা গিয়েছে অভিনেত্রীর একটি আঘাত পেয়েছেন সেটার থেকেই তাঁর পেটে এই পোড়া দাগটি হয়ে গিয়েছে। কিন্তু যতই পোড়া দাগ থাক সেটাকে তিনি মোটেই লুকাননি। বরং সেটাকে দেখিয়েই কনফিডেন্টলি সবার সামনে হেঁটে যান।
অভিনেত্রী নিজেও এই পোড়া দাগ নিয়ে শরীর চর্চার কিছু ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে একাধিক ছবি পোস্ট করে তিনি লেখেন, 'বার্ন বেবি বার্ন। কিন্তু আমি সত্যি এটা বোঝাতে চাইনি।' তিনি আদতে মেদ ঝরানোর কথা বোঝাতে চেয়েছেন। কিন্তু আঘাত থেকে তাঁর পেটের কিছুটা জায়গা পুড়ে গিয়েছে।
মার্চের ২১ তারিখ মুক্তি পেতে চলেছে অ্যায় ওয়াতান মেরে ওয়াতান। তবে এই ছবিটি বড় পর্দায় নয়, বরং ওয়েব মাধ্যমে আসছে। আমাজন প্রাইম ভিডিয়োতে মুক্তি পাবে এই ছবি। অন্যদিকে মার্ডার মুবারক আগামী ১৫ মার্চ মুক্তি পাচ্ছে। এটি নেটফ্লিক্সে মুক্তি পাবে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports