২০২৩ মুক্তি পাওয়া জওয়ান ছবিটিতে থাকা বেটে কো হাত লাগানে সে পেহলে সংলাপ নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। অনেকেই মনে করেছিলেন এই সংলাপ আরিয়ান খানের কেসের প্রসঙ্গকে ইঙ্গিত করেই বলা হয়েছিল। এবার সেই বিষয়ে আবার মুখ খুললেন প্রাক্তন এনসিবি জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে।
কী জানালেন সমীর ওয়াংখেড়ে?
২০২১ সালের মাদক কেস যার কারণে শেষ পর্যন্ত গ্রেফতার করা হয় শাহরুখ পুত্র আরিয়ান খানকে সেটার প্রধান ছিলেন যে এনসিবি জোনাল ডিরেক্টর ছিলেন সেই সমীর ওয়াংখেড়ে সম্প্রতি একটি সাক্ষাৎকারে জওয়ান ছবির সেই আইকনিক সংলাপ প্রসঙ্গে মুখ খুললেন। জওয়ান ছবির সেই সংলাপকে এদিন তিনি 'থার্ড রেট' বলেও তকমা দেন। জানিয়ে দেন এই বিতর্ক নিয়ে তিনি কোনও কথাই বলতে চান না।
গৌরব ঠাকুরের শোয়ের সাম্প্রতিকতম পর্বে সমীর ওয়াংখেড়েকে জিজ্ঞেস করা হয় আরিয়ান খানের গ্রেফতার এবং জওয়ান ছবিতে থাকা শাহরুখের সেই সংলাপের বিষয়ে যা অনেকেই মনে করেছিলেন যে তাঁকে ইঙ্গিত করে বলা হয়েছে। প্রশ্ন পেয়ে নাম না করে সমীর এদিন স্পষ্ট জানিয়ে দেন তিনি কাউকে বিখ্যাত করতে চান না এবং এসব বিষয় নিয়ে একেবারেই মন্তব্য করবেন না কারণ বিষয়টা হাইকোর্টে বিচারাধীন।
তিনি এদিন আরও বলেন যে সংলাপ নিয়ে তাঁকে প্রশ্ন করা হচ্ছে সেখানে থাকা বাপ, বেটা এসব অত্যন্ত নিম্নরুচির। তাঁর মতে এসব ভাষা ভারতীয় সংস্কৃতির সঙ্গে একেবারেই যায় না। এগুলো অশ্লীল, খারাপ ভাষা বলেও জানাতে ভোলেন না। তাই এসব বিষয়ে তিনি মন্তব্য করে নিজেকে নিচে নামাতে পারবেন না বলে জানিয়ে দেন।
আন্দাজ করতে পারলেন সমীর ওয়াংখেড়ে এদিন কোন সংলাপ প্রসঙ্গে কথা বলেছেন? ২০২৩ সালে মুক্তি পাওয়া জওয়ান ছবির 'বেটে কো হাত লাগানে সে পেহলে...' সংলাপের কথা বলা হয়েছে এখানে।
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, ২০২৩ সালে সিবিআই ৫ ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির কেস করেছে আর এঁদের মধ্যে অন্যতম হলেন সমীর ওয়াংখেড়ে। সেই তদন্তেই জানানো হয়েছে সমীর নাকি ২৫ কোটি টাকা আদায় করার চেষ্টা করেছিলেন চাপ দিয়ে, ৫০ লাখ টাকা নিয়েছেন ঘুষ হিসেবে। যদিও এসব অভিযোগ মোটেই স্বীকার করেননি সমীর।
আরও পড়ুন: 'ঘৃণা ছড়াবেন না', নিজের শোতে ডেকে অ্যাটলিকে 'রেসিস্ট' মন্তব্য করেছেন, অভিযোগ উঠতেই জবাব দিলেন কপিল!
শাহরুখ খানের আগামী কাজ
শাহরুখ খানকে আগামীতে দেখা যাবে সুজয় ঘোষের ক্রাইম থ্রিলার ছবি কিংয়ে। এই ছবিতে তাঁর সঙ্গে থাকবেন সুহানা খান, যিশু সেনগুপ্ত, অভিষেক বচ্চন, প্রমুখ।