বলিউডের ভাইজান তিনি! ৬০-এর দোরগোড়াতে এসেও সলমন খানের জলওয়া ফিকে হয়নি, তাঁর বিশাল ফ্যান ফলোয়িং রয়েছে। ভাইজানের ফলোয়ার্সরা এতটাই বিশ্বস্ত যে ভাই যাই করুক না কেন, তারা তাঁকে অপরিসীম ভালবাসায় ভরিয়ে দেয় ভক্তরা। কিন্তু বুধবার ইকো-ফ্রেন্ডলি গণপতির প্রচারণায় আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে ট্রোলের মুখে পড়তে হল সুপারস্টারকে। তাও এমন কারণে যা রীতিমতো অবিশ্বাস্য।
এই বয়সেও শরীর-সচেতন সলমন। নিয়মিত জিম করেন। তবে এদিন জিনস আর টি-শার্টে নাচতে গিয়ে সলমনের ‘ভুঁড়ি’ বেরিয়ে এল। ওয়ান্টেড ছবির চার্টবাস্টার গান জলওয়ার আইকনিক স্টেপ রিক্রিয়েট করতে গিয়ে রীতিমতো বেগ পেলেন সলমন। গানের হুক স্টেপে নাচলেও ভরা মঞ্চে ভাইজানে মেদবহুল শরীর নিয়ে ধেয়ে এল কটাক্ষ।
এই ভাইরাল ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়তেই ট্রোলপুলিশরা সোচ্চার। একজন লেখেন, ‘পেটটা একদম ঝুলে গেছে’। আরেকজন লেখেন, ‘বয়সের ভার! সলমন বুড়ো হচ্ছেন’। আরেকজন লেখেন, ‘জওলয়া কোথায় গেল, এটা তো পুরো হালুয়া’।


ভক্তরা অবশ্য ভাইজানের পাশে দাঁড়িয়েছেন। প্রায় ৩৫ বছরের দীর্ঘ কেরিয়ারে সলমন ফিটনেস আইকন হিসাবে নিজের ইমেজ ধরে রেখেছেন। শরীর সচেতন সলমন নিজের খাওয়া-দাওয়া হোক কিংবা শরীর-চর্চা সবকিছু নিয়েই সিরিয়াস। তাই এই ছোট্ট ঘটনার জন্য এমনভাবে ট্রোল করা অনুচিত, দাবি ভক্তদের।
ওদিকে এই ইকো-ফ্রেন্ডলি গণপতি উৎসবকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার বার্তা দিলেন সলমন। এই অনুষ্ঠানে একফ্রেমে পাওয়া গেল হাম সাথ সাথ হ্যায়-এর প্রেম ও প্রীতিকে! হ্যাঁ, সলমনের পাশে হাসিমুখে পোজ দিলেন সোনালি বেন্দ্রে। সলমনের জীবনের অন্যতম বিতর্কিত অধ্যায় সুরজ বরজাতিয়ার হাম সাথ সাথ হ্যায়। এই ছবির শ্যুটিং চলাকালীনই কৃষ্ণসার হরিণ শিকার মামলায় নাম জড়ায় তাঁর। সেই মামলা আজও কোর্টে বিচারাধীন। তবে পুরোনো বন্ধু সোনালিকে এদিন উষ্ণ অভ্যর্থনা জানালেন সলমন।