লুনি থানার SHO ঈশ্বর চাঁদ পারেক বলেন, সলমন খানকে ইমেলে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় মুম্বইয়ের বান্দ্রা থানায় একটি FIR নথিভুক্ত করা হয়েছে। তদন্তের সুবিধার্তে বান্দ্রা পুলিশ জানায় অভিযুক্ত, রাজস্থানের যোধপুরের বাসিন্দা, নাম ধাকড়রাম বিষ্ণোই (বয়স ২১)।
সলমন খান ও ধাকড়রাম বিষ্ণোই
কয়েকদিন আগেই ইমেলে সলমন খানকে খুনের হুমকি দেওয়ার খবরে সরগরম ছিল বিনোদন দুনিয়া। আর সে কারণেই স্থগিত রাখা হয় সলমন খানের কলকাতার শো। হুমকি ইমেল আসার পরই তদন্ত শুরু করেছিল পুলিশ। তদন্তে নেমে মুম্বই পুলিশ জানতে পারে, ঘটনায় অভিযুক্তরা যোধপুরের সঙ্গে যুক্ত। এরপরই যোধপুর ও মুম্বই পুলিশ যৌথ উদ্যোগে তদন্ত শুরু করে। ঘটনায় ধাকড়রাম বিষ্ণোই নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে যোধপুর পুলিশ। রবিবার অভিযুক্তকে মুম্বই পুলিশের হাতে তুলে দেওয়া হল।
ঘটনার বিষয়ে লুনি থানার SHO ঈশ্বর চাঁদ পারেক বলেন, সলমন খানকে ইমেলে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় মুম্বইয়ের বান্দ্রা থানায় একটি FIR নথিভুক্ত করা হয়েছে। তদন্তের নেমে বান্দ্রা পুলিশ বেশকিছু সূত্র খুঁজে পায়, যাতে জানা যায় হুমকি ইমেল এসেছিল রাজস্থান থেকে। অভিযুক্ত, রাজস্থানের যোধপুরের বাসিন্দা, নাম ধাকড়রাম বিষ্ণোই (বয়স ২১)। এরপরই যোধপুর ও মুম্বই পুলিশ যৌথ উদ্যোগে ঘটনার তদন্ত শুরু করে। রবিবার যোধপুর ও বান্দ্রা থানার সহকারী সাব-ইন্সপেক্টর বজরং জগতাপের যৌথ অভিযানে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। যিনি কিনা আদপে যোধপুরের লুনি থানা এলাকার সিয়াগোর ধানি রোহিচা কালানের বাসিন্দা। গ্রেফতারির পর অভিযুক্তদের নিয়ে মুম্বই চলে যায় বান্দ্রা পুলিশ।
উল্লেখ্য, এর আগে পাঞ্জাবের সদর মনসা থানাও ধাকড়রাম বিষ্ণোই নামে এই অভিযুক্তের খোঁজে যোধপুর পৌঁছেছিল। ওই ব্যক্তিই গায়ক সিধু মুসেওয়ালার বাবাকে ই-মেইলের মাধ্যমে হত্যার হুমকি দিয়েছিলেন বলে জানা গিয়েছিল। তাই পঞ্জাব পুলিশের ওয়ান্টেডের তালিকাতেও ছিলেন এই ধাকড়রাম। পুলিশ অভিযুক্তের অপরাধমূলক রেকর্ড খতিয়ে দেখে জানতে পারে, ধাকড়রাম বিষ্ণোইয়ের বিরুদ্ধে ২০২২ সালে অস্ত্র আইনে যোধপুরের সর্দারপুরায় একটি মামলাও দায়ের করা হয়।