বিগ বস ১৯-কে ঘিরে বর্তমানে চর্চা তুঙ্গে। দর্শকদের মধ্যে এই শো-কে ঘিরে প্রচুর উত্তেজনা। সলমন খানের এই শো সম্পর্কে প্রতিদিনই নতুন নতুন আপডেট আসছে। প্রতিযোগীদের নাম জানার জন্য সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সম্প্রতি সলমন বিগ বস ১৯-এর সেট থেকে কিছু ছবি প্রকাশ করেছেন। এবার সলমনের শো-র প্রথম প্রতিযোগীর নাম প্রকাশ্যে এল! চলুন জেনে নেওয়া যাক কে তিনি?
সম্প্রতি সলমন খান সামনে এনেছেন বিগ বস ১৯-এর প্রথম প্রতিযোগীর ঝলক। কালার্স তাদের অফিসিয়াল ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিয়ো শেয়ার করেছে। এই ভিডিয়োতে সলমন দর্শকদের বলছেন, 'প্রতিযোগী কারা হবে তা জানার জন্য এত তাড়াহুড়ো কেন? কেন এত প্রশ্ন? চলুন একজন প্রতিযোগীকে সামনে আনি।'
এরপর সলমন খান একজন প্রতিযোগীর ঝলক দেখিয়েছেন। তবে, ভিডিয়োতে তার মুখ দেখানো হয়নি। সেই ভিডিয়োতে থাকা ব্যক্তিটি শাহরুখ খানের 'ম্যায় হুঁ না' স্টাইলে পোজ দিচ্ছে।
এই ভিডিয়ো দেখে নেটপাড়া কমেন্ট সেকশনে লিখেছেন যে, আওয়েজ দরবারের নাম বলছেন। ইতিমধ্যেই একাধিক মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে যে, অভিষেক দরবারের বিগ বস ১৯-এ অংশ নেওয়া নিশ্চিত।
বিগ বস ১৯-এর প্রমিয়ার হবে ২৪ অগস্ট, রাত ৯ টায় জিও হটস্টারে এবং রাত ১০.৩০ টায় কালার্সে।
কে এই আওয়েজ দরবার?
আওয়েজ দারদার একজন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং কন্টেন্ট ক্রিয়েটার। ইনস্টাগ্রামে তার বিশাল ফ্যান ফলোয়িং রয়েছে, যার ফলোয়ার সংখ্যা ৩ কোটিরও বেশি। তিনি সঙ্গীত পরিচালক ইসমাইল দরবারের ছেলে এবং রিয়েলিটি শো 'ঝলক দিখলা জা'-তেও অংশগ্রহণ করেছেন।