বলিউডের সদা চর্চিত বিষয়ের মধ্যে অন্যতম হলো সলমন খানের বিয়ে নিয়ে চর্চা। ৬০ বছরের দোরগোড়ায় পৌছে গেলেও এখনও তিনি অবিবাহিত। জীবনে একাধিকবার প্রেম এলেও দুর্ভাগ্যবশত সেই প্রেম টেকেনি। কিন্তু এবার বিষয় হল, ভগ্নিপতিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে এমন কি বললেন তিনি, যা নিয়ে তোলপাড় হল নেটপাড়া।
কিছুদিন আগেই কপিল শর্মা অনুষ্ঠানে এসে সলমন বলেছিলেন, তিনি একদমই বিয়ে করতে চান না। সহকর্মীরা বিয়ে করলেও তিনি বিয়ে থেকে শতহস্তে দূরে থাকতে চান। আমিরের প্রসঙ্গ উঠলেও তিনি হেসে উড়িয়ে দেন কিন্তু সপাটে জানান, বিয়ে করার কোনও ইচ্ছে নেই তাঁর।
আরও পড়ুন: সাদা শাড়ি, কপালে সিঁদুরের টিপ, তারাপীঠে পুজো দিলেন মনামী! কী ভোগ নিবেদন করলেন?
আরও পড়ুন: থালায় সাজানো খাবার,মেয়ের সঙ্গে হাসিমুখে সস্ত্রীক রূপঙ্কর,বিবাহবার্ষিকী নাকি?
তবে ভাইজানের এই বিয়ে নিয়ে অনীহার অন্যতম কারণ হল তাঁর দুই ভাইয়ের বিয়ে ভেঙে যাওয়া। যদিও বিয়ের প্রতি অনীহা তৈরি হওয়ার আরেকটি কারণ হল, এই বয়সে বিয়ে করেও যদি ডিভোর্স হয়ে যায় তাহলে তাঁর সঞ্চিত সমস্ত অর্থ তাঁর স্ত্রী নিয়ে চলে যাবেন, এই ভয়েই বিয়ে করতে চান না তিনি।
তবে মুখে তিনি যাই বলুন না কেন, মনে মনে যে বিয়ে করার শতভাগ ইচ্ছা রয়েছে তা সলমন খানের একটি পোস্ট দেখেই বোঝা গেল। দিদি আলভিরা অগ্নিহোত্রীর স্বামী অতুল অগ্নিহোত্রীর জন্মদিন উপলক্ষে একটি পোস্ট করেন ভাইজান।
অভিনেতা যে পোস্ট করেন সেখানে দেখা যাচ্ছে, দিদির কাঁধে নিশ্চিন্তে মাথা রেখে ঘুমিয়ে রয়েছেন জামাইবাবু। ছবিটি পোস্ট করে দিলে লিখেছেন, শুভ জন্মদিন অতুল। তুমি আমার বোনকে যত্নে রেখেছো তার জন্য ধন্যবাদ। আমিও তোমায় ভালোবাসি। তুমি শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা।
আরও পড়ুন: ‘প্রজাপতি ২’ শ্যুটিংয়ের মাঝেও শুধুই ‘ধূমকেতু’, ‘গানে’-এ মজে দেব
আরও পড়ুন: কখনও ঝর্নার সামনে, কখনও নৌকায় শুয়ে, থাইল্যান্ডে একের পর এক ফটোশুট দেবচন্দ্রিমার
এত অব্দি ঠিক ছিল, কিন্তু এরপর সলমন যা লিখলেন তাদেরকে চোখ কপালে উঠে গেল সকলের। ভাইজান লিখেলেন, একদিন আমিও তোমার মতোই যথার্থ পুরুষ হয়ে উঠবো। ভাইজানের এইবার তার মানে কি, তা নিয়ে জোর জল্পনা কল্পনা চলছে সোশ্যাল মিডিয়া জুড়ে। অনেকে ভাবছেন ভাইজান জামাইবাবুর মতো পরিবারকে আগলে রাখার কথা বলছেন, অনেকে আবার মনে করছেন ভাইজানের মনে এখনও বিয়ে করার সুপ্ত বাসনা রয়েছে।