মুর্শিদাবাদ কাণ্ডের পর রাজ্য জুড়ে আন্দোলন শুরু করেছে বিজেপি। পৈলানে সজল ঘোষ নেতৃত্বে বিক্ষোভ দেখানো হয় সম্প্রতি। সেই আন্দোলনে পথে নামছেন শুভেন্দু অধিকারীও। কলকাতার সেই মিছিলে যোগ দিয়েছেন রুদ্রনীল ঘোষও। এই বিষয়ে এদিন এবিপি আনন্দকে রুদ্রনীল ঘোষ বলেন, 'সংখ্যাগুরু হিন্দুদের ইমোশন বুঝতে হবে। না বুঝলে দেশের সর্বনাশ হয়ে যাবে।'
ওই মিছিল থেকে এক বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রুদ্রনীল বলেন, ‘মমতা বন্দোপাধ্যায় উগ্রবাদে প্রশ্রয় দিয়েছেন। কোনও শিল্পী লেখক বুদ্ধিজীবী মমতার ভয়ে বলতে পারছেন না, এ ঘৃণ্য ঘটনা। তার জায়গায় আমরা হিন্দুরা এক হতে চাইছি। আমরা সংখ্যালুঘ তথা মুসলমান মানুষদের বলতে চাইছি আপনারা মমতা বন্দোপাধ্যয়ের দুধেল গাই টাইটেলটা ছেড়ে, তাঁর দুর্নীতি ঢাকতে গিয়ে এই উগ্রবাদে নামবেন না। সংখ্যাগুরু হিন্দুদের ইমোশন বুঝুন। নাহলে সর্বনাশ হয়ে যাবে দেশের।'