লম্বা বিরতি। ফের একবার 'লাইট, ক্যামেরা, অ্যাকশন' এর দুনিয়ায় ফিরছেন রুদ্রনীল ঘোষ। ক্যামেরার সামনে ফিরতে এতটা সময় লাগার অন্যতম কারণ এই টলি-তারকার রাজনীতিতে জড়িয়ে পড়া এবং অবশ্যই করোনা অতিমারি।রুদ্রনীলের নতুন ছবির নাম ‘আকাদেমি অফ ফাইন আর্টস'। আদতে এটি একটি পাল্প ফিকশন। সঙ্গে ক্রাইম থ্রিলারের ভরপুর আমেজ তো আছেই। এই ছবির জন্য একটি বিশেষ ধরণের লুক আপাতত 'স্পোর্ট' করছেন বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়া এই অভিনেতা-রাজনীতিবিদ।নিজের নতুন লুকের সেই ছবি ইনস্টাগ্রামের দেওয়ালে পোস্টও করেছেন রুদ্র। কাঁচাপাকা চাপদাড়ি এবং পাকানো গোঁফে পুরুপুরি অন্যরকম লাগছে এতদিনের চেনা টলি-অভিনেতাকে। ‘আকাদেমি অফ ফাইন আর্টস' এর পরতে পরতে থ্রিলার এবং ক্রাইম তো থাকবেই। সঙ্গে থাকবে কিছু মানুষের গল্পও। শহরের কিছু সাধারণ মানুষ একজোট হয়ে পরিকল্পিত ভাবে অপরাধে শামিল হয়। তারপর কী হলো, সেই নিয়েই এগোবে এই ছবি। এসআরএফটিআই-এর চূড়ান্ত বর্ষের ছাত্র জয়ব্রত দাস রয়েছেন ছবি পরিচালনার দায়িত্বে। তাঁর গোটা টিমের কলাকুশলীরাই এসআরএফটিআই-এরই ছাত্র-ছাত্রী। এই ছবি প্রসঙ্গে রুদ্র জানিয়েছেন যেহেতু ক্রাইম থ্রিলার তাই বেশি কিছু বলা বারণ। কারণ বেশি বললে সিনেমাটি দেখার আগ্রহই হারিয়ে ফেলবে দর্শক। তবে বাংলা ছবিতে যেহেতু পাল্প ফিকশন ঘরানার প্রচুর কাজ নেই তাই ‘আকাদেমি অফ ফাইন আর্টস' এর স্বাদ যে দর্শকরা বেশ উপভোগ করবেন, এ বিষয়ে নিশ্চিত তিনি। জানা গেল, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সেপ্টেম্বর থেকেই শুরু হবে এই ছবির শুটিং।