ভিনগ্রহের প্রাণীদের প্রতি ব্যাপক আগ্রহ? এখনই দেখে ফেলুন বলিউডের এই ৬ সিনেমা
কোই মিল গ্যায়া: ভিনগ্রহের জীব বলতেই সবার আগে মনে পড়ে যায় জাদু - এর কথা। হৃতিক রোশন এবং প্রীতি জিন্টা অভিনীত ভিনগ্রহের জাদুকে আজও ভুলতে পারেনি কেউ।
পিকে: আমির খান এবং অনুষ্কা শর্মা অভিনীত এই ছবিতে আমির খান ছিলেন ভিনগ্রহের প্রাণী। পৃথিবীতে এসে আটকে পড়ে সে। মানুষকে ভালোবাসা শিক্ষা দিয়ে তার চলে যাওয়া, তার সুপ্ত প্রেমের কাহিনী নিয়েই তৈরি হয়েছে।
জোকার: অক্ষয় কুমার এবং সোনাক্ষী সিনহা অভিনীত এই ছবিতে এক গ্রামের প্রেক্ষাপট দেখানো হয়েছিল যেখানে সব সময় অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। একদিন সেই গ্রামে এক বিজ্ঞানী আসেন এবং সমস্ত রহস্যের উদঘাটন হয়।
কৃষ: কোই মিল গেয়া ছবি দ্বিতীয় পর্ব ছিল কৃষ। এই ছবিতে অন্য গ্রহের প্রাণীকে সরাসরি না দেখানো হলেও জাদুর দেওয়া সেই শক্তি নিয়েই অপরাধের বিরুদ্ধে লড়াই করে হৃতিক।
লাভ স্টোরি ২০৫০: বিজ্ঞান থেকে ভিনগ্রহী জীব, সবকিছুই দেখানো হয়েছিল এই ছবিতে। ২০৫০ সালে পৃথিবীর দৃশ্য কেমন হবে, সেটাই দেখানোর চেষ্টা করা হয়েছিল সিনেমার মাধ্যমে।
অ্যাকশন রিপ্লে: এই সিনেমায় কোনও ভিনগ্রহী প্রাণী নেই ঠিকই, তবে এই সিনেমায় এমন একটি যন্ত্রের ব্যবহার দেখানো হয়েছে, যার মাধ্যমে আপনি পুরনো দিনে ফিরে যাওয়া যায়। সব মিলিয়ে সিনেমার গল্প ভীষণ মজার।