
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
প্রেমের গল্পের হ্যাপি এন্ডিং হলে কার না ভালো লাগে! ভেঙে গিয়ে জোড়া লাগার মধ্যে রেয়ছে এক অন্যরকমের আনন্দ। যা নিজের অনুরাগীদের দিয়েছেন টলিউডের জুটি রাহুল বন্দ্যোপাধ্যায় আর প্রিয়াঙ্কা সরকার। সেই ‘চিরদিনই তুমি ষে আমার’ থেকে প্রেমের সূত্রপাত, তারপর বিয়ে আর সংসার পাতা। মাঝে অনেকটা বছর আলাদা থেকেছেন। বিচ্ছেদ চেয়ে দৌঁড়েছেন আদালতে বারবার।
করোনা আর লকডাউনের সময় থেকেই রাহুল মাঝেমাঝে ফেসবুকে তাঁর, প্রিয়াঙ্কার আর সহজের ছবি শেয়ার করে নিতে শুরু করেন। যা দেখে অনেকের মনেই প্রশ্ন জন্মায়, তাহলে কি বিচ্ছেদ ভুলে এক হচ্ছেন? চলতি বছরের দোলে দুজনেই সোশ্যাল মিডিয়ায় একে-অপরের সঙ্গে রং খেলার ছবি শেয়ার করে নেন। যা দেখে মনে সন্দেহটা আরো জোরালো হয়। এরপর রাহুল সংবাদমাধ্যমকে সুখবরটা দিয়ে বলেন, ডিভোর্সটা হচ্ছে না। সংসারই পাতছেন তিনি আর প্রিয়াঙ্কা। ছেলে সহজের কথা মাথায় রেখেই এই নতুন করে পথ চলা।
তবে এই বিচ্ছেদের লম্বা সময়ে রাহুল আর প্রিয়াঙ্কার নাম জড়িয়েছে একাধিকের সঙ্গে। বেশ কিছু সহ-অভিনেত্রীর সঙ্গে রাহুলের প্রেমের গুঞ্জন ছিল। এবং খবর ছিল, প্রিয়াঙ্কার প্রেমিক নাকি টলিউডের এক নামী প্রযোজক। রাহুলের নাম জড়ায় ‘দেশের মাটি’ করার সময় রুকমার সঙ্গে। তিনি রুকমার গালে চুমু খাচ্ছেন, এরকম একটা ছবিও দিনকয়েক আগে ভাইরাল হয়। রাহুল-রুকমার জুটি এতটাই ভাইরাল হয় যে দেশের মাটি-র পর তাঁদের নিয়ে বানানো হয় ‘লালকুঠি’ সিরিয়ালটি।
যদিও রুকমা আর রাহুল বারবারই সেই সময় দাবি করেছিলেন কোনও রকম প্রেম তাঁদের মধ্যে নেই। রয়েছে শুধু বন্ধুত্ব। আর এবার প্রিয়াঙ্কা আর রাহুলের সম্পর্ত জোড়া লাগা নিয়ে মিডিয়ার সামনে মুখ খুললেন রুকমা। আনন্দবাজারকে জানালেন, ‘রাহুলদা আর প্রিয়াঙ্কার প্রথম যখন কথা হচ্ছে, তখন থেকেই ব্যাপারটা জানি। ও আমার খুব ভালো বন্ধু। আর বন্ধুর ভালো হলে আনন্দই তো হবে। রাহুলদার পাশে সবসময় আছি। ওরা দুজন সবসময় ভালো থাকুক ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করব। আমি সত্যি খুশি।’
কাজের সূত্র, রাহুলকে দেখা যাচ্ছে স্টার জলসার ‘হরগৌরী পাইস হোটেল’-এ। কেন্দ্রীয় চরিত্র না হলেও খুব ভালোবাসা পাচ্ছে রাহুলের চরিত্র। আর রুকমাকে দেখা যাচ্ছে কালার্স বাংলায় ‘রূপসাগরে মনের মানুষ’ মেগা সিরিয়ালে। অন্য দিকে, প্রিয়াঙ্কা বাংলা সিনেমা-সিরিয়ালে কাজ তো করছেনই। এখন খবর হিন্দিতেও তার কাজের কথা চলছে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports