হাতে হাত ধরে হাঁটার স্মৃতি উসকে 'প্রিয় বন্ধু'র জন্মদিন আদুরে বার্তা রোহনের! প্রেমের গুঞ্জনের মাঝেই কী জবাব অঙ্গনার?
Updated: 10 Apr 2025, 08:54 AM IST Subhasmita Kanji 10 Apr 2025 rohaan bhattcharjee, angana roy, রোহন, রোহন ভট্টাচার্য, অঙ্গনা, অঙ্গনার, অঙ্গনা রায়Rohaan on Angana: তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল। সেই সময় থেকেই তাঁদের রসায়ন নজর কাড়ে দর্শকদের। কানাঘুষোয় শোনা যেতে থাকে তাঁরা নাকি প্রেম করছেন। যদিও নিজেদের প্রিয় বন্ধু বলেই পরিচয় দেন তাঁরা। আর এদিন অঙ্গনা রায়ের জন্মদিনে আদুরে শুভেচ্ছা বার্তায় কী লিখলেন রোহন?
পরবর্তী ফটো গ্যালারি