
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
দেশের মাটি ছাড়িয়ে এবার বিদেশেও 'উইন্ডোজ'-এর দাবার চাল, কিস্তিমাত করল দাবাড়ু! অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের পর এবার লস অ্যাঞ্জেলেসেও নির্বাচিত হল ‘দাবাড়ু’। মার্কিন যুক্তরাষ্ট্রের শহর লস অ্যাঞ্জেলেসে আয়োজিত হতে চলা বাংলা চলচ্চিত্র উৎসবে দেখানো হবে 'দাবাড়ু'।
'দাবাড়ু'র পরিচালক পথিকৃত বসু ছবিটি সম্পর্কে নিজের মতামত শেয়ার করে বলেন, ‘দাবাড়ু তৈরি করা একটি অত্যন্ত পরিপূর্ণ যাত্রা ছিল। আমরা এমন একটা গল্প বলতে চেয়েছিলাম যা শুধুমাত্র দাবা নয়, জীবন, দৃঢ়তা এবং সমর্থন, শক্তি, সবকিছুর কথা বলে। সূর্যের এই গল্পটি যেকোনো ব্যক্তির জন্য অনুপ্রেরণামূলক, যা আপাতদৃষ্টিতে অপ্রতিরোধ্য। সমস্ত বাধার সামনে এই ছবি স্বপ্ন দেখতে সাহস যোগায়।’
আরও পড়ুন-'কঙ্গনাকে যিনি চড় কষিয়েছেন, সেই CISF জওয়ানকে আমি চাকরি দেব', একী বললেন বিশাল দাদলানি!
পথিকৃত বসু আরও বলেন, ‘লস অ্যাঞ্জেলেসের বাংলা চলচ্চিত্র উৎসবে নির্বাচনের আগে, দাবাড়ু অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডেও প্রদর্শিত হয়েছে। ওই দেশগুলিতেও ছবিটি অভূতপূর্ব সাড়া ফেলেছে। আমি আনন্দিত যে দাবাড়ু এখন লস অ্যাঞ্জেলেস-এর উৎসবেও নির্বাচিত হয়েছে। আমি আশা করি এই ছবি বিশ্বজুড়ে দর্শকদের অনুপ্রাণিত করে চলবে’
গত ২৬শে মে ছিল অস্ট্রেলিয়ায় দেখানো হয়েছে 'দাবাড়ু' আগামী ৯ই জুন হতে নিউজিল্যান্ডেও এই ছবিটি দেখানো হবে। আর লস অ্যাঞ্জেলেসের ফেস্টিভ্যানে দেখানো হবে আগামী ১৩ জুলাই। প্রসঙ্গত, উইন্ডোজ প্রোডাকশনের ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরঞ্জিৎ চক্রবর্তী সহ অন্য়ান্যারা
৳7,777 IPL 2025 Sports Bonus