সম্প্রতি ঋতাভরী চক্রবর্তী একটি ইভেন্টে যোগ দিয়েছিলেন। সেখানে তিনি যেভাবে সেজে গিয়েছিলেন সেটা দেখে হাসি থামছে না নেটপাড়ার। অভিনেত্রীর 'উদ্ভট' সাজ দেখে বিদ্রুপ করেছেন অনেকেই। কিন্তু কী এমন সেজেছিলেন তিনি?
কী করেছেন ঋতাভরী?
T2 এর একটি পার্টিতে এদিন ঋতাভরী চক্রবর্তীকে একটু হাটকে লুকে দেখা গেল। তিনি এদিন পার্পল এবং কালো রঙের একটি অফ শোল্ডার গাউন পরেছিলেন। সঙ্গে এক কাঁধে কালো ফারের একটি অংশ ছিল। মাথায় পরেছিলেন কালো ফুল। হাতে পরেছিলেন কালো গ্লাভস। গলায় একটু নেকলেস দিয়ে সাজ সম্পন্ন করেন অভিনেত্রী। ঋতাভরী চক্রবর্তীর এদিন এই সাজ দেখেই হাসি থামছে না নেটপাড়ার। তুমুল কটাক্ষ করা হয়েছে অভিনেত্রীকে।
আরও পড়ুন: দাদাকে হারিয়ে দিশেহারা জাকির হুসেনের দুই ভাই! বললেন, 'অনাথের মতো লাগছে'
আরও পড়ুন: কৌশিক-জয়দীপের পর ফেডারেশনের কোপে আরেক পরিচালক? সিনেমার পর এবার বন্ধের মুখে সিরিজের শ্যুটিং?
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'এটা কী সেজেছে? একেবারেই পাগলি লাগছে।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'শক্তিমানে একটা কালো বিড়াল ভূত ছিল না ওটার মতো লাগছে পুরো।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'মেট গালা নাকি?' চতুর্থ ব্যক্তি লেখেন, 'বাংলার উরফি জাভেদ।' পঞ্চম ব্যক্তি লেখেন, 'এরম উদ্ভট সাজেন কেন?'
ঋতাভরী চক্রবর্তীকে শেষবার দেখা গিয়েছে বহুরূপী ছবিতে। শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত সেই ছবিতে তাঁর বিপরীতে দেখা গিয়েছিল আবির চট্টোপাধ্যায়কে। ফাটাফাটি ছবির পর বহুরূপী ছবিতে তাঁরা আবার জুটি বেঁধেছিলেন।