আরিয়ান থেকে হয়েছেন অনয়া, নিজের মনের চাহিদার সঙ্গে খাপ খেতো না তাঁর শরীর। তাই লিঙ্গ বদলে ফেলেছেন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের ছেলে (এখন মেয়ে)।
রূপান্তরকারী অ্যাথলিট অনয়াকে ইতিমধ্যেই ক্রিকেট ছাড়তে হয়েছে, সম্পর্কের পাঠ চুকিয়েছে পরিবার। সম্প্রতি রাইজ অ্যান্ড ফলে দেখা মিলছে তাঁর। সেখানেই সাম্প্রতিককালে ঘটা এক বিরক্তিকর ঘটনা শেয়ার করেছেন প্রতিযোগী। সহকর্মী প্রতিযোগীদের সাথে খোলামেলা কথা বলার সময়, অনয়া জানান গত বছর নভেম্বরে প্রকাশ্যে আসেন তিনি। জনসমক্ষে জানান নিজের লিঙ্গ পরিবর্তনের কথা। এরপরই সাইবার হয়রানি শিকার হতে হয়েছে তাঁকে। তাও নামী তারকা ক্রিকেটারের হাতে। আনায়া তাঁর সহকর্মী প্রতিযোগীদের জানান, 'মূলত, যা ঘটেছিল তা হ'ল, আমি গত বছরের নভেম্বরে প্রকাশ্যে এসেছিলাম। এরপর ডিসেম্বর-জানুয়ারি মাসে আমার মাথায় যা আসত আমি সেইসব এলোমেলোভাবে পোস্ট করতাম। একজন ক্রিকেটার আমাকে হঠাৎ করেই অ্যাড করেন সোশ্যাল মিডিয়ায়। আমরা একে অপরের সাথে কথাও বলিনি, তবে তিনি সরাসরি আমাকেনিজের ওইধরণের ছবি পাঠান।' এক প্রতিযোগী জিজ্ঞেস করেন, ‘নাঙ্গু পাঙ্গু ছবি? (নগ্ন ছবি) অনয়া জানান, ‘বুঝেই নাও কী ধরণের ছবি, কী আর বলব’। অন্য আরেকজন প্রতিযোগী জিজ্ঞাসা করেছিলেন যে ওই ক্রিকেটারকে কি অনয়া চেনেন। উত্তরে সঞ্জয় কন্যার সটান জবাব ছিল, ‘ওকে সবাই চেনে’। যদিও প্রকাশ্যে কারুর নাম করেননি অনয়া।
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের মেয়ে আনায়া গত বছর লিঙ্গ বদলের জেরে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। ২০২১ সালে লিঙ্গ পরিবর্তনের সিদ্ধান্ত নেন আরিয়ান। তারপর 'হরমোনাল রিপ্লেসমেন্ট সার্জারি' হয়। এরপরও লম্বা ট্রিটমেন্ট চলেছে, শেষমেষ ২০২৪ সালের নভেম্বরে দুনিয়ার সামনে নিজেকে নতুন রূপে মেলে ধরেন সঞ্জয় বাঙ্গারের রূপান্তরকামী পুত্র। রূপান্তরিত হওয়ার পর ক্রিকেটার হওয়ার আশা ত্যাগ করতে হয়েছে অনয়াকে। কারণ আইসিসির রুল বুক অনুসারে তৃতীয় লিঙ্গের মানুষের জায়গা নেই মহিলা বা পুরুষ দলে।
নিজের আসল পরিচিত জনসমক্ষে এনে অনয়া সেই সময় লিখেছিলেন, 'ক্রিকেটার হওয়ার স্বপ্ন ছিল। সেই স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে অনেক আত্মত্যাগ করতে হয়েছে। অনেক পরিশ্রম করেছি। তবে ক্রিকেটের বাইরে আরও একটা যাত্রা ছিল। নিজেকে নতুন করে চেনার। সেই যাত্রায় আমাকে প্রচুর লড়াই করতে হয়েছে। কিন্তু শেষপর্যন্ত নিজের সিদ্ধান্তে অটুট থেকেছি। আমি নিজেকে নিয়ে গর্বিত।'
অশনীর গ্রোভার সঞ্চালিত রিয়েলিটি শো রাইজ অ্যান্ড ফল-এ বিভিন্ন ক্ষেত্রের ১৬ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন। এঁদের মধ্যে রয়েছেন জনপ্রিয় টিভি অভিনেতা অর্জুন বিজলানি, কোরিওগ্রাফার ও ইনফ্লুয়েন্সার ধনশ্রী ভার্মা, কৌতুক অভিনেতা কিকু সারদা, অভিনেত্রী কুরবা সইত, গায়ক-উপস্থাপক আদিত্য নারায়ণ এবং অভিনেত্রী আহানা কুমরা। ট্রান্স-অ্যাথলিট এবং প্রভাবশালী অনয়া বাঙ্গার, ভোজপুরি সুপারস্টার পবন সিং, কুস্তিগীর সঙ্গীতা ফোগাট এবং রিয়েলিটি টিভি ব্যক্তিত্ব আরবাজ প্যাটেলও এই শোয়ের অংশ।