শাহরুখ খান, সলমন খান, হৃতিক রোশনের পর যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সে প্রবেশ করতে চলেছেন আলিয়া ভাট। মা হওয়ার পর কপাল খুলে গেল মহেশ কন্যার?
যশরাজের স্পাই ইউনিভার্সে আলিয়া ভাট।
জাএকের পর এক ছবিতে নিজেকে প্রমাণ করে চলেছেন আলিয়া ভাট। গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি ছবিতে তাঁর অভিনয় মন কেড়ে নিয়েছে আমজনতার। এদিকে চলতি মাসেই মুক্তি পাওয়ার কথা রয়েছে রকি অউর রানি কি প্রেম কাহানি। যাতে আলিয়াকে ফের দেখা যাবে রণবীর সিং-এর সঙ্গে। গল্লি বয় সিনেমার পর আরও একবার। ছবির পরিচালনা করছেন করণ জোহর।
পিঙ্কভিলা-র রিপোর্ট অনুসারে শাহরুখ খান, সলমন খান, হৃতিক রোশনের পর যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সে প্রবেশ করতে চলেছেন আলিয়া ভাট। এক সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, ‘হলে লোক টানতে ভিড় টানতে সক্ষম নায়িকাদের মধ্যে বর্তমানে রয়েছেন আলিয়া ভাট। যশরাজের স্পাই ইউনিভার্সে সুপার এজেন্ট হিসেবে সলমন খান, হৃতিক রোশন, শাহরুখ খানের পর কাজ করার কথা চলছে আলিয়া ভাটের। আদিত্য চোপড়া আর তাঁর টিম মহিলা গুপ্তচরকে নিয়ে সিনেমা বানানোর কথা পরিকল্পনায় উঠেপড়ে লেগেছেন।’
জানা যাচ্ছে, আদিত্য চোপড়া খুব উৎসাহী আলিয়াকে তাঁর স্পাই ইউনিভার্সের অংশ করার জন্য। আলিয়ার চরিত্রকে কেন্দ্র করে একটি নতুন ফ্র্যাঞ্চাইজি শুরু করতে চাইছেন। বরাবরের মতো বড় স্কেলেই আসবে ছবিখানা।