রণবীর সিংকে আগামীতে ডন ছবিতে তো দেখা যাবেই। কিন্তু সেই প্রজেক্টের কাজ নিয়ে আপাতত কোনও উচ্চবাচ্য শোনা যাচ্ছে না। তবে অভিনেতা আপাতত তাঁর আরেকটি কাজ ধুরন্ধর নিয়ে ব্যস্ত। সেই ছবির সেট থেকেই ভাইরাল হল তাঁর লুক।
কী ঘটেছে?
রণবীর সিংয়ের ধুরন্ধর ছবিটি নিয়ে অনুরাগীদের মধ্যে উত্তেজনার শেষ নেই। তার মাঝেই এই ছবিতে তাঁর লুক কেমন হবে সেটা প্রকাশ্যে আসতেই শুরু হয়ে গিয়েছে হইচই। যে ছবিটি প্রকাশ্যে এসেছে ধুরন্ধর ছবির সেট থেকে সেখানে সঙ্গে নেটপাড়া রণবীরের অভিনীত আরও একটি চরিত্র খিলজির মিল পেয়েছে। তাঁদের অনুমান সঞ্জয় লীলা বনসালির পদ্মাবৎ ছবির এই চরিত্রকে আবারও নতুন ভাবে নতুন কায়দায় অমর করে রাখতে চাইছেন অভিনেতা। লম্বা চুল, রাফ অ্যান্ড টাফ লুকের সঙ্গে আলাউদ্দিন খিলজির যে মিল পাচ্ছেন অনেকেই সেটা বলার অপেক্ষা রাখে না।
কেউ আবার মিল পেয়েছেন রণবীর কাপুর অভিনীত ২০২৩ সালের ব্লকবাস্টার ছবি অ্যানিম্যালের সঙ্গে। সেই একই রকমের দাড়ি গোঁফ, অ্যাকশন করার স্টাইল।
প্রসঙ্গত এদিন যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে ধুরন্ধর ছবির সেট থেকে সেখানে রণবীর সিংকে ফাটাফাটি একটি অ্যাকশন দৃশ্য করতে দেখা যাচ্ছে। তাঁর পরনে আছে হলুদ রঙের একটি লম্বা কুর্তা, লম্বা চুল, হাতে ধরা রয়েছে সিগারেট। ভিডিয়োতে দেখা যাচ্ছে তিনি হাঁটছেন আর তাঁর দলের লোকজনরা একটি মফঃস্বলে ভিড় ম্যানেজ করছে যাতে তাঁর অসুবিধা না হয়।
এই ভিডিয়ো পোস্ট করে এক ব্যক্তি লেখেন, 'ধুরন্ধর থেকে লিক হয়েছে। দারুণ লাগছে। কিন্তু অ্যানিম্যালের সঙ্গে মিল পাচ্ছি। আপনাদের কী মত?' কেউ আবার লেখেন, 'কী হট লাগছে ওকে। খিলজি কোডেড।'