২০২৩ সালের একেবারে শেষে মুক্তি পেয়েছিল অ্যানিম্যাল ছবিটি। সমালোচক, দর্শকদের থেকে যতই কটাক্ষের শিকার হোক, নেতিবাচক মন্তব্য পাক বক্স অফিসে দাপিয়ে ব্যবসা করেছিল রণবীর কাপুরের ছবিটি। আর সেই সময় থেকেই জল্পনা শুরু হয়, এই ছবির দ্বিতীয় ভাগ আসবে কিনা সেটা নিয়ে। এমনকি কিছুদিন ধরে অ্যানিম্যালের ট্রিলজি নিয়েও জল্পনা শোনা যাচ্ছিল। এবার সেই বিষয়ে মুখ খুললেন খোদ রণবীর। জানালেন জল্পনা একেবারেই সঠিক।
আরও পড়ুন: 'এবার মনে পার্মানেন্ট জায়গা চাই', হঠাৎ কার জন্য প্রকাশ্যে এমনটা লিখলেন ওয়ামিকা?
অ্যানিম্যাল নিয়ে কী জানালেন রণবীর?
অ্যানিম্যাল মুক্তি পাওয়ার পরই চর্চায় উঠে আসে অ্যানিম্যাল পার্ক। তখনই জানা গিয়েছিল এই ছবির সিক্যুয়েল আসবে। কিন্তু কতগুলো? সেই বিষয়েই রণবীর কাপুর জানালেন এটা আসলে একটি ট্রিলজি। তিন ভাগে মুক্তি পাবে ছবিটি। একটি ইতিমধ্যেই বক্স অফিসে ঝড় তুলেছিল। আরও দুটো ভাগ আসবে।
এই বিষয়ে হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে রণবীর জানিয়েছেন, অভিনেতা হিসেবে এই ছবির ফ্র্যাঞ্চাইজি তাঁর দারুণ এক্সাইটিং লেগেছে। এখানে তিনি একদিকে যেমন নায়ক হিসেবে ধরা দেবেন, তেমন থাকবে নেতিবাচক দিকও। অ্যানিম্যাল ছবিটির আগামী ভাগ ২০২৭ সালে মুক্তি পাবে বলে জানা গিয়েছে। আর সেটার জন্য রণবীর এবং এই ছবির পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙা দুজনেই তাঁদের বাকি কাজ ম্যানেজ করবেন।
অ্যানিম্যাল প্রসঙ্গে
অ্যানিম্যাল ছবিটি ২০২৩ সালের ডিসেম্বর মুক্তি পেয়েছিল। সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত এই ছবিটিতে মুখ্য ভূমিকায় রণবীর কাপুর ছাড়াও ছিলেন রশ্মিকা মন্দানা, তৃপ্তি দিমরি, অনিল কাপুর, প্রমুখ। ছিলেন ববি দেওল। বক্স অফিসে ছবিটি প্রায় ৯১৭ কোটি টাকা আয় করেছিল বিশ্বজুড়ে।
আরও পড়ুন: পছন্দ করলেও সুনিতার সঙ্গে সম্পর্কে জড়াতে রীতিমত ভয় পেয়েছিলেন গোবিন্দা! কেন?
রণবীরের আগামী কাজ
রণবীর কাপুরকে আগামীতে দেখা যাবে সঞ্জয় লীলা বনসালির লাভ অ্যান্ড ওয়ার ছবিতে। সেখানে তাঁর সঙ্গে থাকবেন আলিয়া ভাট এবং ভিকি কৌশল। ২০২৬ সালের মার্চ মাসে আসবে সেই ছবি। এছাড়া নীতীশ তিওয়ারির রামায়ণেও দেখা যাবে তাঁকে।