বড়দিনের আবহে মুক্তি পাওয়া চারটি বাংলা ছবিই বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছে। যদিও খাদানের গতিতে বাকিরা বেশ অনেকটাই পিছিয়ে পড়েছে। ১৫ দিনের মাথায় খাদান সহ সন্তান, চালচিত্র এবং ৫ নং স্বপ্নময় লেন ছবি চারটি বক্স অফিসে কত এই করল?
আরও পড়ুন: 'এবার মনে পার্মানেন্ট জায়গা চাই', হঠাৎ কার জন্য প্রকাশ্যে এমনটা লিখলেন ওয়ামিকা?
বক্স অফিসে কত আয় করল খাদান?
এদিন দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের তরফে খাদান ছবিটির বক্স অফিস কালেকশন প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই জানানো হয়েছে মাত্র ১৫ দিনে ১২ কোটি ৩০ লাখ টাকার ব্যবসা করেছে এই ছবিটি। এই কথা শেয়ার করে এদিন দেব তাঁর ফেসবুকের পাতায় লেখেন, 'সারা দেশের প্রেক্ষাগৃহে রাজত্ব করছে খাদান।'
একই সঙ্গে এদিন আরও একটি পোস্ট করে জানানো হয় মাত্র ২ সপ্তাহে ৮.১ লাখ মানুষ দেবের এই ছবিটি দেখে ফেলেছেন। ফলে এটাও যে একটা রেকর্ড সেটা বলার অপেক্ষা রাখে না। প্রথম সপ্তাহে সাড়ে তিন লাখ এবং দ্বিতীয় সপ্তাহে ৪ লাখ ৬০ হাজার মানুষ দেখেছেন এই ছবিটি, এমনটাই জানানো হয়েছে।
জাতীয় মাল্টিপ্লেক্সে খাদান, সন্তান, চালচিত্র, ৫ নং স্বপ্নময় লেন কত আয় করল?
ওয়েস্ট বেঙ্গল বক্স অফিসের তরফে এদিন জানানো হয়েছে জাতীয় মাল্টিপ্লেক্স চেনে ২৭ ডিসেম্বর থেকে ২ জানুয়ারির মধ্যে খাদান ছবিটি ৮৯.৮৯ লাখ টাকা আয় করেছে। সন্তান ছবিটি আয় করেছে ৪৮.৬৮ লাখ টাকা। তারপরই আছে চালচিত্র এবং ৫ নং স্বপ্নময় লেন। এই ছবি দুটো যথাক্রমে ১৬.৫৮ লাখ এবং ৭.৪৭ লাখ টাকা আয় করেছে। বহুরূপী এতদিন পরেও জাতীয় মাল্টিপ্লেক্স চেনে ১.৬৩ লাখ টাকা আয় করেছে। সব শেষে আছে পুতুল ছবিটি। অর্থাৎ যে ছবির গান অস্কারের দৌড়ে ঠাঁই পেয়েছিল। এটি ৬৯,৫৭৯ টাকা আয় করেছে।
খাদান, সন্তান, চালচিত্র এবং ৫ নং স্বপ্নময় লেন ছবি চারটি প্রসঙ্গে
খাদান ছবিটিতে মুখ্য ভূমিকায় আছেন দেব এবং যিশু। অন্যান্য চরিত্রে আছেন অনির্বাণ চক্রবর্তী, বরখা বিস্ত, ইধিকা পাল, স্নেহা বসু, জন ভট্টাচার্য প্রমুখ। ছবিটির পরিচালনা করেছেন সুজিত সরকার রিনো। সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন নীলায়ন চট্টোপাধ্যায়। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং সুরিন্দর ফিল্মস ছবিটির প্রযোজনার দায়িত্ব সামলিয়েছে। এই ছবির শেষে জানানো হয়েছে পরবর্তী ভাগ অর্থাৎ খাদান ২ আসবে।
সন্তান ছবির গল্পে উঠে এসেছে বাবা ছেলের সম্পর্ক, রসায়ন, সংঘাতের কথা। মুখ্য ভূমিকায় আছেন মিঠুন চক্রবর্তী এবং ঋত্বিক চক্রবর্তী। উকিলের ভূমিকায় দেখা মিলল শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে অনসূয়া মজুমদার, অহনা দত্তকে।
চালচিত্র ছবিটির পরিচালনা করেছেন প্রতিম ডি গুপ্ত। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে টোটা রায়চৌধুরী, শান্তনু মাহেশ্বরী, ইন্দ্রজিৎ বসু, অনির্বাণ চক্রবর্তী, রাইমা সেন, তানিকা বসু, প্রমুখ। ছবিটিতে উঠে এসেছে শহরের বুকে পরপর ঘটে যাওয়া কিছু মহিলার খুনের ঘটনা।
আরও পড়ুন: পছন্দ করলেও সুনিতার সঙ্গে সম্পর্কে জড়াতে রীতিমত ভয় পেয়েছিলেন গোবিন্দা! কেন?
অন্যদিকে ৫ নং স্বপ্নময় লেন ছবিটির পরিচালনা করেছে মানসী সিনহা। এটা তাঁর পরিচালিত দ্বিতীয় ছবি। এখানে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে খরাজ মুখোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, অর্জুন চক্রবর্তী, অন্বেষা হাজরা, পায়েল মুখোপাধ্যায় প্রমুখকে।