রণবীর কাপুরের বহুল প্রতীক্ষিত ছবি 'রামায়ণ' সম্পর্কিত একটি নতুন আপডেট এসেছে। কিছুদিন আগে, একটি খবর এসেছিল যে ‘স্যাকরেড গেমস’ খ্যাত অভিনেত্রী কুবরা সাইত ‘রামায়ণ’ সিনেমায় শূর্পনখা চরিত্রের জন্য অডিশন দিয়েছেন। তারপর? তাহলে কি শূর্পনখা চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে? সম্প্রতি কুবরা সাইত জানিয়েছেন যে তিনি অডিশন দিয়েছিলেন কিন্তু তাঁকে এই চরিত্রের জন্য নির্বাচিত করা হয়নি। কেন?
আরও পড়ুন: ‘ধীর তোমাকে নানি বলে…’! জন্মের আগেই চলে গিয়েছেন মা, দিদার ফোটোতে ফ্লাইং কিস দেয় ধীর, লিখলেন ঋদ্ধিমা
আরও পড়ুন: 'বলিউডের বেশির ভাগ ছবিই…', কেন হিন্দি নয়, বাংলা সিনেমাই বেশি পছন্দ, জানালেন পাওলি
কুবরা কী বললেন?
বলিউড বাবলসকে দেওয়া এক সাক্ষাৎকারে কুবরা মজা করে বলেছিলেন, ‘ আসলে আমার নাকের কারণেই আমি শূর্পনখা চরিত্রের জন্য উপযুক্ত ছিলাম। আমি এই চরিত্রের জন্য একেবারে উপযুক্ত হতাম, কিন্তু ওঁরা আমাকে কাস্ট করেননি। আমায় বাদ দিয়ে দেওয়ার কারণ কী আমি জানি না, তবে আমি জানতে চাই ওঁরা কাকে বেছে নিলেন এই চরিত্রের জন্য?’
সিনেমার তারকা কাস্ট
কিছুদিন আগে জয়েন ফিল্মস নামে একটি ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে ইন্দিরা কৃষ্ণন বলেছিলেন যে তিনি এই ছবিতে ভগবান রামের মা কৌশল্যার ভূমিকায় অভিনয় করছেন। তিনি আরও জানিয়েছেন যে রণবীর কাপুরকে ভগবান রামের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। সাই পল্লবীকে মা সীতা আর যশকে রাবণের ভূমিকায় দেখা যাবে। শুধু তাই নয়, ইন্দিরা আরও দাবি করেছিলেন যে এই ছবিতে লক্ষ্মণের ভূমিকায় রবি দুবেকে কাস্ট করা হয়েছে। অন্যদিকে অরুণ গোভিল দশরথের ভূমিকায় অভিনয় করছেন। তবে শূর্পনখা চরিত্রে কাকে দেখা যাবে সেই বিষয় নিয়ে কোনও মন্তব্য করেননি অভিনেত্রী।
আরও পড়ুন: ৩০ বছরের ছোট! রশ্মিকার 'সেক্সি' লুকে মজে সলমন, সামনে এল রোম্যান্সের ভিডিয়ো
আরও পড়ুন: নিন্দুকের মুখে ছাই! বিয়েবাড়িতে একসঙ্গে অভিষেক-ঐশ্বর্য, ইসকনের সন্ন্যাসীর সঙ্গে কী কথা হল?
ছবিটি কবে মুক্তি পাবে?
এই ছবিটি দুটি ভাগে মুক্তি পাবে। আনুষ্ঠানিক ঘোষণা অনুসারে, সিনেমার প্রথম অংশ আগামী বছর দীপাবলি উপলক্ষে প্রেক্ষাগৃহে আসবে। দ্বিতীয় অংশটি ২০২৭ সালের দীপাবলিতে আসবে।