
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
রবিবার দেশজুড়ে শুরু হচ্ছে টাইগার ঝড়। রাত পোহালেই মুক্তি সলমনের টাইগার ৩। শুধু বাংলা ছবি নয়, টাইগার সুনামির সামনে টিকতে বেগ পেতে হবে সমস্ত আঞ্চলিক ছবিগুলোকেই। তার আগে চলুন খোঁজ নিই বাংলার পুজো রিলিজের হাল হাকিকতের। আরও পড়ুন-বক্স অফিসে সৃজিত-প্রসেনজিতের দাদাগিরিকে চ্য়ালেঞ্জ রক্তবীজের! পিছিয়ে দেবের বাঘা যতীন
আরও পড়ুন-হৃতিকের বাহুলগ্না সাবা, ‘জীবনের সেরা রাত…’, প্রেমিকের পোস্টে বড় মন্তব্য নায়িকার
মহাপঞ্চমীতে শুরু হয়েছিল লড়াই। কালীপুজোর ঠিক আগে পর্যন্ত আয়ের নিরিখে এক নম্বরে থাকল প্রবীর-পোদ্দার জুটি। তৃতীয় সপ্তাহে সৃজিত মুখোপাধ্যায়ের ‘দশম অবতার’ বক্স অফিসে ৬ কোটির গণ্ডি পার করতে সফল হয়েছে। অন্যদিকে দু-নম্বরে রয়েছে ‘রক্তবীজ’। এই ছবির আয় সাড়ে চার কোটি ছাপিয়ে গিয়েছে।
তিন নম্বর সপ্তাহে জাতীয় প্লেক্সে (আইনক্স, পিভিআর এবং সিনোপলিস) কালেকশনের নিরিখে দশম অবতারের আয়কে পিছনে ফেলল রক্তবীজ। শেষ ৭ দিনে আইনক্স, পিভিআর ও সিনোপলিসে মোট ২০ লক্ষ টাকার টিকিট বিক্রি হয়েছে রক্তবীজের। সে জায়গায় ১৫ লক্ষেই আটকে গিয়েছে দশম অবতার। বাঘা যতীনের আয় মাত্র ৬ লক্ষ এবং কোয়েলের ‘জঙ্গলে মিতিন মাসি’র টিকিট বিক্রি করে পাওয়া টাকার অঙ্ক মাত্র ২ লাখ।
যদিও সার্বিকভাবে জাতীয় প্লেক্স থেকে প্রায় ৩ কোটি টাকা কামাই করেছে সৃজিতের ‘দশম অবতার’। ১৯ অক্টোবর মুক্তি পেয়েছিল সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত দশম অবতার। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, যিশু সেনগুপ্ত এবং জয়া আহসান। বাইশে শ্রাবণ এবং ভিঞ্চি দা ছবির প্রিক্যুয়েল হল এই ছবি।
বক্স অফিসে ৪ কোটির গণ্ডি ছুঁলেও কাঙ্খিত সাফল্যের মুখ দেখল না দেবের পিরিয়ড ড্রামা ‘বাঘা যতীন’। দেব নিজের মুখে জানিয়েছিলেন এই ছবির বাজেট ৫ কোটি। বক্স অফিস থেকে সেই অঙ্ক ঘরে এল না প্রযোজকের। তবে ডিজিটাল, স্যাটেলাইট এবং মিউজিকের স্বস্ত্ব বেচে বাঘা যতীন খরচের টাকা সহজেই ফিরে পাবেন তিনি।
তৃতীয় সপ্তাহেও বাংলায় একশোর বেশি শো চলছিল বাঘা যতীন, দশম অবতার, রক্তবীজের। শো সংখ্যার নিরিখে কলকাতায় সামান্য এগিয়েই রয়েছে মিমি-আবিরের ছবি। রবিবার মুক্তি পাচ্ছে টাইগার ৩, স্বাভাবিকভাবেই এক ঝটকায় কমবে বাংলা ছবির শো সংখ্যা। সেই ধাক্কা সামলে উঠে কতদূর এগোবে রক্তবীজ, দশম অবতার? সেটাই এখন দেখবার।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports