বাংলা নিউজ > বায়োস্কোপ > ১১ দিনে ২.৬২ লাখ দর্শক সাক্ষী থাকল প্রবীর-পোদ্দার জুটির! দশম অবতারকে টক্কর দিয়ে কত আয় করল রক্তবীজ?
পরবর্তী খবর
১১ দিনে ২.৬২ লাখ দর্শক সাক্ষী থাকল প্রবীর-পোদ্দার জুটির! দশম অবতারকে টক্কর দিয়ে কত আয় করল রক্তবীজ?
1 মিনিটে পড়ুন Updated: 30 Oct 2023, 10:09 PM ISTSubhasmita Kanji
Dawshom Awbotaar-Raktabeej BO: পুজোর ঠিক মুখেই মুক্তি পায় একসঙ্গে চারটি ছবি। চারটিই বক্স অফিসে দারুণ সাড়া পেয়েছে। তবে সব থেকে বেশি সাড়া পেয়েছে দশম অবতার। তারপরই আছে বাঘা যতীন।
দশম অবতারকে টক্কর দিয়ে কত আয় করল রক্তবীজ?
পুজোর ঠিক মুখেই মুক্তি পেয়েছে চার চারটি ছবি। আর চারটি ছবিই দর্শকদের থেকে ভালোই সাড়া পেয়েছে, পাচ্ছে। আর এই ছবিগুলোর হাত ধরেই ঘুরে দাঁড়িয়েছে বাংলা ইন্ডাস্ট্রি। কিন্তু এগারো দিনের মাথায় কোন ছবি কত টাকা আয় করল?
দশম অবতার-রক্তবীজ-বাঘা যতীন-মিতিন মাসর মার্কশিট
শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত ছবি রক্তবীজ ১৯ অক্টোবর মুক্তি পেয়েছে। এখানে উঠে এসেছে খাগড়াগড় কাণ্ডের কথা। মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। সত্যম ভট্টাচার্য, দেবলীনা কুমার, অনসূয়া মজুমদার আছেন। এই ছবিটি প্রথম ৮ দিনে ৩ কোটি টাকা আয় করেছে। এমনটাই টলি বাংলা বক্স অফিসের তরফে জানানো হয়েছে।
অন্যদিকে ইতিমধ্যেই ৫ কোটি টাকা টপকে গিয়েছে দশম অবতার। বহু বছর পর আবারও এই ছবির হাট ধরে পুজোর সময় মুক্তি পেল সৃজিত মুখোপাধ্যায়ের ছবি। এখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, যিশু সেনগুপ্ত এবং জয়া আহসান। এই ছবিটি ১১ দিনে ২.৬২ লাখের বেশি দর্শক দেখেছেন বলেই জানানো হয় এদিন। এসভিএফের তরফে এই তথ্য প্রকাশ্যে আনা হয়েছে।