Rajatabha-Raghu Dakat: যবে থেকে ঘোষণা হয়েছে যে চলতি বছরেই জটিলতা কাটিয়ে মুক্তি পাচ্ছে রঘু ডাকাত তবে থেকেই এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে প্রত্যাশা তুঙ্গে। এবার নতুন চমক মিলল এই ছবির বিষয়ে। জানা গিয়েছে রজতাভ দত্তকেও দেবের আগামী এই ছবিতে দেখা যেতে চলেছে।