শিল্পা শেট্টি ও তাঁর পরিবারের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। দাবি করা হচ্ছে, রেস্তোরাঁয় একটি মেয়ে তাঁকে নরম সুরে কথা বলার কথা বললে শিল্পা ঝগড়া করতে শুরু করেন। ভাইরাল হওয়া সেই ভিডিওতে স্ত্রীর পাশে দাঁড়ালেন শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। তিনি বলেন যে একটি টেবিল ডাবল বুক করা হয়েছিল যা নিয়ে বিতর্ক তৈরি হয়।
রাজ কুন্দ্রার দাবি, তিনি এক বছর আগে টেবিল বুক করেছিলেন। এরপরেও তাঁর সঙ্গে ২০ জনেরও বেশি পরিবারের সদস্য ছিলেন যাঁদের ফিরে যেতে বলা হয়েছিল। হিন্দুস্তান টাইমসকে রাজ কুন্দ্রা বলেন, 'অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওর বিষয়ে আমি কয়েকটি বিষয় পরিষ্কার করতে চাই। আমি এক বছর আগে আমার স্ত্রীর জন্মদিনের জন্য সেই রেস্তোঁরায় একটি টেবিল বুক করেছিলাম। দুর্ভাগ্যক্রমে, সেখানে পৌঁছানোর পরে, আমাদের বলা হয়েছিল যে আমাদের টেবিলটি অন্য টিমকে দেওয়া হয়েছে। তিনি এটাকে একজন এজেন্টের মাধ্যমে 'ডাবল বুকিং ত্রুটি' হিসাবে বর্ণনা করেছেন শিল্পার স্বামী। বিরক্ত রাজ কুন্দ্রা বলেন, এই ঘটনা খুবই হতাশাজনক। ভুলের জন্য অসন্তোষ প্রকাশ করলে তাঁকে তাঁর পরিবারের সঙ্গে ফিরে যেতে বলা হয়।